নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২২ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
২ ঘণ্টা আগে