Ajker Patrika

পেছনে লাগা বন্ধ করুন, পাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২১: ৫০
পেছনে লাগা বন্ধ করুন, পাপনের আহ্বান

দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরের প্রতিবাদে আজ আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে যখন এ ধরনের খবর প্রচারিত হয়, তারাও সাধারণত চুপ থাকে। ভিত্তিহীন, মনগড়া খবরে বিসিবির নিশ্চুপ থাকা নিয়েও বেশ আলোচনা হচ্ছে এখন। 

আজ মিরপুর টেস্টের খেলা শেষে বিসিবির নীতিনির্ধারকদের উত্তর দিতে হলো এ বিষয় নিয়ে। সেখানে এল অতীতে ক্রিকেটারদের শাস্তি প্রসঙ্গও। কিছু কিছু শাস্তি নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে! মানুষ চায় না এসব, আমি তো এত দিন তা-ই জানতাম। কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো? আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’ 

বিশ্বকাপ ব্যর্থতায় একটি মূল্যায়ন কমিটি গঠন করেছে বিসিবি। সেই কমিটি এখন কাজ করছে। তাদের কাজ চলার মধ্যেই পাপন অবশ্যই জানিয়ে দিয়েছেন, সবশেষ বিশ্বকাপে দলে শৃঙ্খলা বলে কিছু ছিল না। বিসিবি সভাপতি আজ মিরপুরে সাংবাদিকদের বললেন, ‘কিছু কিছু বিষয় বুঝতে পারছেন কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। কিছুদিন আগেও বলেছি, কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা মানুষ পছন্দ করবে না। জানি আমাকে ধুয়ে ফেলবে। কিন্তু নিতে হবে (সিদ্ধান্ত)। কিন্তু শৃঙ্খলা বলে কিছু আছে? এবার আমার মনে হয়নি। শৃঙ্খলা ঠিক করতে হবে না, সে যে-ই হোক না কেন।’ 

কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে গেলে অনেক সমালোচিত হবেন বলেও আশঙ্কা পাপনের, ‘এটা করতে গেলে আমার বোর্ডেরও অন্যরা ভাবে, আমার পেছনে লাগবে (সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যম)! এই লাগা বন্ধ করেন। সব ঠিক হয়ে যাবে। আমাদের ভালো খেলোয়াড় আছে। সবাইকে হারাব আমরা। আমাদের সাপোর্ট দরকার। বিসিবি কখনো সাপোর্ট পায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত