Ajker Patrika

‘এক চোখে’ই সাকিবের এমন দুর্দান্ত ব্যাটিং

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৮
‘এক চোখে’ই সাকিবের এমন দুর্দান্ত ব্যাটিং

চোখের সমস্যায় বিপিএলের শুরুর দিকে অলরাউন্ডার সাকিব আল হাসান বনে গিয়েছিলেন শুধু বোলার। দেখতে কষ্ট হচ্ছিল বলে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়েও নামেননি তিনি। সংবাদ সম্মেলনে এসে একদিন তো এ নিয়ে আক্ষেপ ও হতাশাও প্রকাশ করেন বাংলাদেশি অলরাউন্ডার। 

তবে সাকিবের সেই আক্ষেপ বেশি দিন থাকেনি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে দ্বিতীয় লড়াইয়ে নামার পর থেকেই অবিশ্বাস্য ব্যাটিং করে যাচ্ছেন সাকিব। সেদিন ৩৪ রানের সঙ্গে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সময় যত এগিয়ে যাচ্ছে তাঁর ব্যাটের ধার তত বেড়ে যাচ্ছে। টানা দুই ফিফটিই তাঁর প্রমাণ। তার আগের ম্যাচে খেলেছিলেন ১৬ বলে ২৭ রানের দুর্দান্ত এক ইনিংস। 

খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রানের পর আজ চট্টগ্রামের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলেছেন সাকিব। ‘এক চোখে’ই যা করছেন পুরোপুরি ফিট থাকলে তাঁর বিধ্বংসী রূপটা নিশ্চয়ই আরও ভালোভাবে ফুটে উঠত ব্যাটে-বলে। 

দুই দিন আগে সাকিবের বাম চোখের সমস্যা নিয়ে জিমি নিশাম বলেছিলেন, ‘আমার মনে হয়, এক চোখে সাকিবের পারফরম্যান্স করাটা আরও সহজ হবে। সে এক চোখেও ভালো খেলবে। সে সব সময় একজন দারুণ ক্রিকেটার।’ নিউজিল্যান্ড অলরাউন্ডার যে মিথ্যা বলেননি তাই যেন প্রমাণ করছেন সাকিব। 
 
সর্বশেষ পাঁচ ম্যাচেই কমপক্ষে একটি করে উইকেট পাওয়া সাকিব আজ উইকেট না পেলেও তাঁর ফিফটিতে ভর করেই ১৮ রানের জয় পেয়েছে রংপুর। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারায় রংপুর। তখনই ১৫০ রানের মধ্যে আটকে যাওয়ার শঙ্কা উঁকি দিচ্ছিল তাদের। বিপর্যয় সামলে পঞ্চম উইকেটে ছক্কা-চারের বৃষ্টি ঝরান সাকিব-শেখ মেহেদী হাসান। দুজনে গড়েছেন ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক জুটি। ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানে ফেরেন মেহেদী। ইনিংস বিরতিতে সম্প্রচার স্বত্বে থাকা টেলিভিশনকে বললেন, ‘সাকিব ভাইয়ের কাছ থেকে অভয় পেয়ে আমিও এমন ব্যাটিং শুরু করি।’ 

 ১৯ তম ওভারে ৩ ছক্কা ও ৫ চারে ৬২ রানে রোমারিও শেফার্ডের শিকার হন সাকিব। শেষ ৫ ওভারে ৬৮ রান তোলে রংপুর। যার কল্যাণে তাদের সংগ্রহ হয় ৮ উইকেটে ১৮৭। চট্টগ্রামের শেফার্ড নিয়েছেন ৩টি উইকেট। 

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডারের উইকেট হারায় চট্টগ্রাম। শেষ দিকে ৩০ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন রোমারিও শেফার্ড। চট্টগ্রামকে ১৬৯ রানের বেশি করতে দেননি রংপুরের বোলাররা। ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন রংপুরের পেসার ডোয়াইন প্রেটোরিয়াস। 

তাতে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে বিপিএলের প্লে অফও নিশ্চিত হয়ে যায় রংপুরের। পয়েন্টে তাদের টপকানোর সুযোগ নেই কোনো দলের। শুধু কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল নিজেদের বাকি তিনটি ম্যাচ জিতলে রংপুরের সমান ১৬ পয়েন্ট অর্জনের সুযোগ আছে। 

সাকিবের বাঁ চোখের রেটিনায় সমস্যা ধরা পড়েছে। তাঁর চোখের সমস্যার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জ্যেষ্ঠ চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘সাকিবের বাম চোখে সূক্ষ্ম সমস্যা রয়েছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর এবং একাধিকবার চোখ পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সে এক্সট্রাফোভাল সেন্ট্রাল রোগে ভুগছে।’ চোখের সমস্যার কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত