জসপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপেরমুখে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল। ২২৭ রানে এগিয়ে আছে ভারত। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে সেটি না করে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন রোহিত শর্মারা।
১১২ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছিল বাংলাদেশ দল। ফলোঅন শঙ্কা উঁকি দিচ্ছিল তখনই। তৃতীয় সেশনে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে লেজের ব্যাটাররা সেভাবে সঙ্গ দিতে পারেননি তাঁকে।
হাসান মাহমুদ (৯), তাসকিন (১১), নাহিদ (১১) সবাই এক এক করে ড্রেসিংরুম ফিরেছেন, ২৭ রানে অপরাজিত থাকেন মিরাজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও এটি।
চেন্নাইয়ে প্রথম দিনের সকালের সঙ্গে দ্বিতীয় দিনের দুপুর-দুই সময়ে ভিন্ন দুই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা ভারতকে কাঁপিয়ে হলেও সিরিজের প্রথম টেস্টে এখন বাংলাদেশের বেহাল দশা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর দ্রুতই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা কিছুটা সময়ের জন্য যেন আশায় বুক বেঁধেছিলেন। তবে চা পানের বিরতির আগে এই দুই ব্যাটারের উইকেট হারিয়ে সে আশাও মরে যায়।
৯ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। প্রথাগত টেস্ট মেজাজে খেলার বদলে শান্ত একটু ব্যাট চালিয়ে খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন। যেখানে ১২ তম ওভারের প্রথম বলে সিরাজের বল খোঁচা মারতে যান শান্ত। দ্বিতীয় স্লিপে সহজেই সেটা তালুবন্দী করেন বিরাট কোহলি। ৩০ বলে ৩ চারে ২০ রান করেন শান্ত।
অধিনায়ক শান্তকে হারানোর ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারায় মুশফিকুর রহিমের উইকেট। ১৩ তম ওভারের প্রথম বলে তিনি (মুশফিক) বুমরার শিকার হয়েছেন। শান্ত, মুশফিকের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪০ রান। বিপর্যস্ত পরিস্থিতিতে সাত নম্বরে ব্যাটিং করতে নামেন লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিব ও লিটন বড় জুটি গড়ার দায়িত্ব নেন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা।
সাকিব-লিটনের জুটি অবশ্য ৫০ পেরোতে না পেরোতেই ভেঙে গেছে। বলতে গেলে লিটন নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। ২৯ তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে যান লিটন। লং লেগ থেকে দৌঁড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। তিনি (জুরেল) একাদশে না থাকলেও বুমরার পরিবর্তে ফিল্ডিং করছেন। ৪২ বলে ৩ চারে ২২ রান করেন লিটন। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৪ বলে ৫১ রান।
এক ওভার বিরতিতে এসে জাদেজাই ফিরিয়েছেন সাকিবকে। ৩১ তম ওভারের তৃতীয় বলে রিভার্স সুইপ করতে যান সাকিব। বল বাম্প হয়েছে কি না সেটা চেক করতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায়, সেটা বটম এজ হয়েছে। ৬৪ বলে ৫ চারে ৩২ রান করেন সাকিব। ভারতের বুমরা ৪ টি, সিরাজ ৩টি ও জাদেজা ২টি উইকেট নিয়েছেন।
জসপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপেরমুখে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল। ২২৭ রানে এগিয়ে আছে ভারত। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে সেটি না করে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন রোহিত শর্মারা।
১১২ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছিল বাংলাদেশ দল। ফলোঅন শঙ্কা উঁকি দিচ্ছিল তখনই। তৃতীয় সেশনে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে লেজের ব্যাটাররা সেভাবে সঙ্গ দিতে পারেননি তাঁকে।
হাসান মাহমুদ (৯), তাসকিন (১১), নাহিদ (১১) সবাই এক এক করে ড্রেসিংরুম ফিরেছেন, ২৭ রানে অপরাজিত থাকেন মিরাজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসও এটি।
চেন্নাইয়ে প্রথম দিনের সকালের সঙ্গে দ্বিতীয় দিনের দুপুর-দুই সময়ে ভিন্ন দুই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা ভারতকে কাঁপিয়ে হলেও সিরিজের প্রথম টেস্টে এখন বাংলাদেশের বেহাল দশা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর দ্রুতই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা কিছুটা সময়ের জন্য যেন আশায় বুক বেঁধেছিলেন। তবে চা পানের বিরতির আগে এই দুই ব্যাটারের উইকেট হারিয়ে সে আশাও মরে যায়।
৯ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। প্রথাগত টেস্ট মেজাজে খেলার বদলে শান্ত একটু ব্যাট চালিয়ে খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন। যেখানে ১২ তম ওভারের প্রথম বলে সিরাজের বল খোঁচা মারতে যান শান্ত। দ্বিতীয় স্লিপে সহজেই সেটা তালুবন্দী করেন বিরাট কোহলি। ৩০ বলে ৩ চারে ২০ রান করেন শান্ত।
অধিনায়ক শান্তকে হারানোর ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারায় মুশফিকুর রহিমের উইকেট। ১৩ তম ওভারের প্রথম বলে তিনি (মুশফিক) বুমরার শিকার হয়েছেন। শান্ত, মুশফিকের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪০ রান। বিপর্যস্ত পরিস্থিতিতে সাত নম্বরে ব্যাটিং করতে নামেন লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিব ও লিটন বড় জুটি গড়ার দায়িত্ব নেন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা।
সাকিব-লিটনের জুটি অবশ্য ৫০ পেরোতে না পেরোতেই ভেঙে গেছে। বলতে গেলে লিটন নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। ২৯ তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে যান লিটন। লং লেগ থেকে দৌঁড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। তিনি (জুরেল) একাদশে না থাকলেও বুমরার পরিবর্তে ফিল্ডিং করছেন। ৪২ বলে ৩ চারে ২২ রান করেন লিটন। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৪ বলে ৫১ রান।
এক ওভার বিরতিতে এসে জাদেজাই ফিরিয়েছেন সাকিবকে। ৩১ তম ওভারের তৃতীয় বলে রিভার্স সুইপ করতে যান সাকিব। বল বাম্প হয়েছে কি না সেটা চেক করতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায়, সেটা বটম এজ হয়েছে। ৬৪ বলে ৫ চারে ৩২ রান করেন সাকিব। ভারতের বুমরা ৪ টি, সিরাজ ৩টি ও জাদেজা ২টি উইকেট নিয়েছেন।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে