Ajker Patrika

সুজনের মাথার সঙ্গে খেলতে হবে সালাউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১২
সুজনের মাথার সঙ্গে খেলতে হবে সালাউদ্দিনকে

দেশীয়দের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সফলতম কোচ কে? এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিনের নামই আগে আসবে। তবে সবচেয়ে বেশি ফাইনাল ওঠাদের তালিকা করলে সুজনই সফল। বিপিএলের আট আসরের পাঁচবারই ফাইনালে উঠেছে সুজনের দল। যদিও আগের চার আসরে মাত্র একবার শিরোপার স্বাদ পান তিনি। শুধু শিরোপা দিয়ে যদি বিচার করা হয়, তবে এখানে সফল সালাউদ্দিন। তাঁর অধীনে দুইবার ফাইনালে উঠে দুবারই শিরোপা জিতেছে কুমিল্লা। 

এবার তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা। এবারও দলটির ‘মাস্টার মাইন্ড’ সালাউদ্দিন। প্রথমবার বরিশালের ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছেন সুজন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি দেশ সেরা দুই কোচের লড়াইও হতে যাচ্ছে আগামীকাল। অভিজ্ঞতার বিচারে কে কতটা সফল, তা নিয়ে প্রশ্ন না থাকলেও শিরোপার বিচারে সফলতায় আরও একবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইবেন তাঁরা। 

বিপিএলে এবারের আসরের শুরুতে খানিকটা পিছিয়ে থাকলেও, এখন পর্যন্ত সফল ফরচুন বরিশাল। টানা জয়ের মধ্যে থাকা দলটির বিপক্ষে তিন দেখায় দুইবারই হেরেছে কুমিল্লা। তবে কোচ সালাউদ্দিনের বিপক্ষে একবার ফাইনালে দেখা হয়েছিল সুজনের। ২০১৯ সালের সেই আসরের শিরোপা উঠেছিল সালাউদ্দিনের কুমিল্লার হাতেই। এবার সেই প্রতিশোধ নেওয়ার দারুণ মঞ্চ সুজনের সামনে। 

ফাইনালের লড়াইয়ে বরিশাল কোচ সুজনকে কুমিল্লার সামনে বড় ফ্যাক্টর বলেই মনে করেন দলটির কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘সুজন ভাই মনে হয় বিপিএলে বেশির ভাগই ফাইনালে খেলেছে। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে, যেটাতে সেই প্রতিবারই দলকে ফাইনালে তুলে। তাদের শুরুটা অত ভালো হয়নি। তবে খুব ভালোভাবে ফিরেছে। সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো। অবশ্যই সুজন ভাইয়ের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে।’ 

সালাউদ্দিনের মতে, বড় ম্যাচে মাথাটা অনেক গুরুত্বপূর্ণ। যখন বড় খেলা হবে তখন মাথা দিয়ে খেলতে পারলেই এগিয়ে থাকা সম্ভব। শুধু সুজনই যে সালাউদ্দিনের মাথা ব্যথার কারণ তা কিন্তু নয়। বরিশালের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের বিপক্ষে যেকোনো পরিকল্পনাই ব্যর্থ হতে পারে বলে আগে থেকে সতর্ক এই কোচ। 

বিপিএলের ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনাল খেলতে যাওয়া সাকিবকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বরিশালের যে শক্তিমত্তা সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। আমার মনে হয় সে খুবই ভালো ক্যাপ্টেনসি করছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত