ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি নাহিদ রানার। সেই নাহিদ এবারের বিপিএলে আছেন দারুণ ছন্দে। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের এই পেসারকে এবার নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।
নাহিদ রানাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা এরই মধ্যে শুরু করেছে পেশোয়ার জালমি। প্রচারণাটাও বেশ আকর্ষণীয়। পেশোয়ার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে নাহিদের একটি ছবি পোস্ট করেছে। বাংলাদেশি পেসারের ডানপাশ, বাঁপাশ-দুই পাশেই দেখা গেছে বাঘ ছবি। নাহিদের পরনে ছিল পেশোয়ার জালমির জার্সি। ছবিটা দেখে মনে হচ্ছে, গতিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছেন বাংলাদেশের পেসার। ক্যাপশনটাও দিয়েছে ছবির সঙ্গে মিল রেখে। ক্যাপশন দিয়েছে, ‘আমাদের বাংলার বাঘ নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের দশম মৌসুমে গর্জন করতে প্রস্তুত।’
বাংলাদেশ সময় গতকাল ৮টা ২৮ মিনিটে নাহিদকে নিয়ে পোস্ট দেওয়ার পর বেশ সাড়াও মিলেছে। ১৯ ঘণ্টায় ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ বাংলাদেশি। কারণ, বাংলাদেশের এক ক্রিকেটারকে নিয়ে পোস্ট করলে সেদেশের ভক্ত-সমর্থকেরাই তো অভিনন্দন জানাবেন। শেয়ার হয়েছে ৩০০-এর বেশি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পিএসএল নাহিদের কাছে প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৩ জানুয়ারি পিএসএলে দল পাওয়ার পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে নিজের অনুভূতির কথা শুনিয়েছেন। ভিডিওতে কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। বাংলাদেশের এই তরুণ পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
১৩ জানুয়ারি পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্স নিয়েছে রিশাদ হোসেনকে। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। ঠিক তার আগের দিন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন তিনি। এবারের বিপিএলে রিশাদ ও নাহিদ রানা খেলছেন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি নাহিদ রানার। সেই নাহিদ এবারের বিপিএলে আছেন দারুণ ছন্দে। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের এই পেসারকে এবার নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।
নাহিদ রানাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা এরই মধ্যে শুরু করেছে পেশোয়ার জালমি। প্রচারণাটাও বেশ আকর্ষণীয়। পেশোয়ার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে নাহিদের একটি ছবি পোস্ট করেছে। বাংলাদেশি পেসারের ডানপাশ, বাঁপাশ-দুই পাশেই দেখা গেছে বাঘ ছবি। নাহিদের পরনে ছিল পেশোয়ার জালমির জার্সি। ছবিটা দেখে মনে হচ্ছে, গতিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছেন বাংলাদেশের পেসার। ক্যাপশনটাও দিয়েছে ছবির সঙ্গে মিল রেখে। ক্যাপশন দিয়েছে, ‘আমাদের বাংলার বাঘ নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের দশম মৌসুমে গর্জন করতে প্রস্তুত।’
বাংলাদেশ সময় গতকাল ৮টা ২৮ মিনিটে নাহিদকে নিয়ে পোস্ট দেওয়ার পর বেশ সাড়াও মিলেছে। ১৯ ঘণ্টায় ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে স্বাভাবিকভাবেই বেশিরভাগ বাংলাদেশি। কারণ, বাংলাদেশের এক ক্রিকেটারকে নিয়ে পোস্ট করলে সেদেশের ভক্ত-সমর্থকেরাই তো অভিনন্দন জানাবেন। শেয়ার হয়েছে ৩০০-এর বেশি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পিএসএল নাহিদের কাছে প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৩ জানুয়ারি পিএসএলে দল পাওয়ার পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে নিজের অনুভূতির কথা শুনিয়েছেন। ভিডিওতে কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। বাংলাদেশের এই তরুণ পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
১৩ জানুয়ারি পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। লাহোর কালান্দার্স নিয়েছে রিশাদ হোসেনকে। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। ঠিক তার আগের দিন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন তিনি। এবারের বিপিএলে রিশাদ ও নাহিদ রানা খেলছেন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের হয়ে।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
১৪ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগে