ক্রীড়া ডেস্ক
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ হারের হতাশার মধ্যেই এল এই সিদ্ধান্ত। যদিও এমন কিছুর ইঙ্গিত আগে থেকেই ছিল। তবে শান্তর অধিনায়কত্ব ইস্যুতে এখনই কিছু বলতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন বুলবুল। তার আগে প্রথম টেস্ট হারের ব্যাপারে জানতে চাইলে বুলবুল বলেন, ‘মাত্র খবর পেলাম আমরা হেরে গিয়েছি। যেহেতু আমি এই ম্যাচটা দেখিনি, তাই প্রতিক্রিয়া দিতে পারব না। আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই—আমি বোর্ডের সভাপতি, কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।
গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তারপর তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বুলবুল। তবে সেই বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তবে এ ব্যাপারে বোর্ড সভাপতি কোনো মন্তব্য মন্তব্য করতে চাননি, ‘এসবের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ আছে, সেখানে সিলেক্টর আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনো মনে করে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায়, সে ব্যাপারে আমি সাহায্য করব। এই ব্যাপারে আমি এখন মন্তব্য করতে পারব না।’
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ হারের হতাশার মধ্যেই এল এই সিদ্ধান্ত। যদিও এমন কিছুর ইঙ্গিত আগে থেকেই ছিল। তবে শান্তর অধিনায়কত্ব ইস্যুতে এখনই কিছু বলতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন বুলবুল। তার আগে প্রথম টেস্ট হারের ব্যাপারে জানতে চাইলে বুলবুল বলেন, ‘মাত্র খবর পেলাম আমরা হেরে গিয়েছি। যেহেতু আমি এই ম্যাচটা দেখিনি, তাই প্রতিক্রিয়া দিতে পারব না। আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই—আমি বোর্ডের সভাপতি, কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।
গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তারপর তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বুলবুল। তবে সেই বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তবে এ ব্যাপারে বোর্ড সভাপতি কোনো মন্তব্য মন্তব্য করতে চাননি, ‘এসবের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ আছে, সেখানে সিলেক্টর আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনো মনে করে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায়, সে ব্যাপারে আমি সাহায্য করব। এই ব্যাপারে আমি এখন মন্তব্য করতে পারব না।’
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৯ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১০ ঘণ্টা আগে