নাঈম শেখ—অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তাও ছিল বিসিবির কর্মকর্তাদের। তবে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। সুযোগ পেলেও হতে পারেনি ধারাবাহিক।
নাঈম এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যেখানে তাঁর কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিপিএলে বাজে অবস্থা ঢাকার। পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করেছে তারা।
ঢাকার মতোই অবস্থা নাঈমের। পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ গড়ে রান করেছেন ১১২। ফিফটি ১ টি। সেটিও প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু গত শুক্রবার পরের ম্যাচে ২ রানেই আউট। নাঈমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ সুজন। নাঈমের ব্যাপারে জানতে চাইলে আজ সাংবাদিকদের ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪২ (৪১) রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’
সিলেটের বিপক্ষে বলতে গেলে নিজ থেকেই যেন উইকেট দিয়ে এসেছেন নাঈম। তাঁর এমন কেয়ারলেস বা অসাবধান ব্যাটিং নিয়ে সুজন আরও বলেছেন, ‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’
নাঈমের বয়সী অনেক ক্রিকেটার এখন বিশ্ব কাঁপাচ্ছেন। এমনকি বাংলাদেশের অনেকে এগিয়ে গেছেন তাঁর থেকে। নাঈম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাঈম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’
নাঈমের থেকে কী চান সেটিও জানিয়েছেন ঢাকার কোচ, ‘৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাঈম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’
নাঈম শেখ—অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তাও ছিল বিসিবির কর্মকর্তাদের। তবে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। সুযোগ পেলেও হতে পারেনি ধারাবাহিক।
নাঈম এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যেখানে তাঁর কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিপিএলে বাজে অবস্থা ঢাকার। পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করেছে তারা।
ঢাকার মতোই অবস্থা নাঈমের। পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ গড়ে রান করেছেন ১১২। ফিফটি ১ টি। সেটিও প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু গত শুক্রবার পরের ম্যাচে ২ রানেই আউট। নাঈমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ সুজন। নাঈমের ব্যাপারে জানতে চাইলে আজ সাংবাদিকদের ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪২ (৪১) রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’
সিলেটের বিপক্ষে বলতে গেলে নিজ থেকেই যেন উইকেট দিয়ে এসেছেন নাঈম। তাঁর এমন কেয়ারলেস বা অসাবধান ব্যাটিং নিয়ে সুজন আরও বলেছেন, ‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’
নাঈমের বয়সী অনেক ক্রিকেটার এখন বিশ্ব কাঁপাচ্ছেন। এমনকি বাংলাদেশের অনেকে এগিয়ে গেছেন তাঁর থেকে। নাঈম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাঈম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’
নাঈমের থেকে কী চান সেটিও জানিয়েছেন ঢাকার কোচ, ‘৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাঈম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে