নাঈম শেখ—অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তাও ছিল বিসিবির কর্মকর্তাদের। তবে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। সুযোগ পেলেও হতে পারেনি ধারাবাহিক।
নাঈম এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যেখানে তাঁর কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিপিএলে বাজে অবস্থা ঢাকার। পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করেছে তারা।
ঢাকার মতোই অবস্থা নাঈমের। পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ গড়ে রান করেছেন ১১২। ফিফটি ১ টি। সেটিও প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু গত শুক্রবার পরের ম্যাচে ২ রানেই আউট। নাঈমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ সুজন। নাঈমের ব্যাপারে জানতে চাইলে আজ সাংবাদিকদের ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪২ (৪১) রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’
সিলেটের বিপক্ষে বলতে গেলে নিজ থেকেই যেন উইকেট দিয়ে এসেছেন নাঈম। তাঁর এমন কেয়ারলেস বা অসাবধান ব্যাটিং নিয়ে সুজন আরও বলেছেন, ‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’
নাঈমের বয়সী অনেক ক্রিকেটার এখন বিশ্ব কাঁপাচ্ছেন। এমনকি বাংলাদেশের অনেকে এগিয়ে গেছেন তাঁর থেকে। নাঈম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাঈম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’
নাঈমের থেকে কী চান সেটিও জানিয়েছেন ঢাকার কোচ, ‘৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাঈম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’
নাঈম শেখ—অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তাও ছিল বিসিবির কর্মকর্তাদের। তবে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। সুযোগ পেলেও হতে পারেনি ধারাবাহিক।
নাঈম এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যেখানে তাঁর কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিপিএলে বাজে অবস্থা ঢাকার। পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করেছে তারা।
ঢাকার মতোই অবস্থা নাঈমের। পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ গড়ে রান করেছেন ১১২। ফিফটি ১ টি। সেটিও প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু গত শুক্রবার পরের ম্যাচে ২ রানেই আউট। নাঈমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ সুজন। নাঈমের ব্যাপারে জানতে চাইলে আজ সাংবাদিকদের ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪২ (৪১) রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’
সিলেটের বিপক্ষে বলতে গেলে নিজ থেকেই যেন উইকেট দিয়ে এসেছেন নাঈম। তাঁর এমন কেয়ারলেস বা অসাবধান ব্যাটিং নিয়ে সুজন আরও বলেছেন, ‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’
নাঈমের বয়সী অনেক ক্রিকেটার এখন বিশ্ব কাঁপাচ্ছেন। এমনকি বাংলাদেশের অনেকে এগিয়ে গেছেন তাঁর থেকে। নাঈম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাঈম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’
নাঈমের থেকে কী চান সেটিও জানিয়েছেন ঢাকার কোচ, ‘৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাঈম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৯ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে