নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
সে এক ম্যাচই বটে। বাংলাদেশের কাছে যেটি ঐতিহাসিক ম্যাচ, ইংল্যান্ডের কাছে সেটিই ভুলে যাওয়ার। যে ম্যাচ জিতে বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালের দরজা। সেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বিশ্বকাপ থেকে।
ওই বিশ্বকাপের পরই ইংল্যান্ডের বদলে যাওয়া। সাদা বলের ক্রিকেটে নিজেদের খেলার ধরন আমূল বদলে ফেলা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে এউইন মরগানকে উত্তর দিতে হয়েছিল ২০১৫ বিশ্বকাপের অ্যাডিলেডের সেই পরাজয় নিয়ে। গতকাল ধর্মশালায় ২০১৯ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়কের সামনে অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচ-প্রসঙ্গ এল একটু অন্যভাবে। ম্যাচটার হাইলাইটস গত ৮ বছরে কতবার দেখেছেন মরগান?
এ প্রশ্নে মরগান হাসলেন। বর্তমানে আইসিসির ধারাভাষ্যকর হিসেবে ভারতে আসা সাবেক ইংলিশ অধিনায়ক বললেন, ‘কখনো হাইলাইটস দেখিনি (হাসি)। এটা আমাদের জন্য একটা তিক্ত স্মৃতি। নাসের হুসেইন (আরেক সব সময় এটা মনে করেন। আমি কখনই আমার নিজের এসব স্মৃতি মনে করতে চাই না। তারা খুব ভালো দল ছিল, পেস বোলিং বিভাগ বেশ অভিজ্ঞ ছিল। ২০১৫ সালে অ্যাডিলেডে তারা আমাদের চেয়ে ভালো দল ছিল।’
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সাকিব আল হাসান আর মরগান একই ব্যাচের ক্রিকেটার। দুজন এক সঙ্গে খেলেছেন ২০০৬ যুব বিশ্বকাপ। মরগান বিশ্বকাপ জিতে-টিতে অবসরেও চলে গেছেন। সাকিব এখনো খেলে চলেছেন। বাংলাদেশ অধিনায়কের দীর্ঘ পথ চলা, তাঁর পারফরম্যান্স অবিশ্বাস্যই লাগে মরগ্যানের। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলছেন, ‘সে অবিশ্বাস্য খেলোয়াড়! সব সময় তার পারফরম্যান্স সেটাই বলে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই যে পাঁচটি বিশ্বকাপ খেলেছে। দীর্ঘ দিন ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে।’
২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালেও গত বিশ্বকাপে ইংলিশদের কাছে বাংলাদেশ হেরেছে। কাল ধর্মশালায় দুই দলের আরেকটি লড়াই নিয়ে মরগানের ভবিষ্যদ্বাণী, ‘বাংলাদেশ ট্রিকি দল। আমি যদিও মনে করি এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডকে বেশি সুবিধা দেবে। কারণ, এখানে কিছু বাড়তি বাউন্স আছে। বাড়তি বাউন্স থাকলে ইংল্যান্ড পেসারদের জন্য সুবিধা হয়।’
সে এক ম্যাচই বটে। বাংলাদেশের কাছে যেটি ঐতিহাসিক ম্যাচ, ইংল্যান্ডের কাছে সেটিই ভুলে যাওয়ার। যে ম্যাচ জিতে বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালের দরজা। সেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বিশ্বকাপ থেকে।
ওই বিশ্বকাপের পরই ইংল্যান্ডের বদলে যাওয়া। সাদা বলের ক্রিকেটে নিজেদের খেলার ধরন আমূল বদলে ফেলা। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে এউইন মরগানকে উত্তর দিতে হয়েছিল ২০১৫ বিশ্বকাপের অ্যাডিলেডের সেই পরাজয় নিয়ে। গতকাল ধর্মশালায় ২০১৯ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়কের সামনে অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচ-প্রসঙ্গ এল একটু অন্যভাবে। ম্যাচটার হাইলাইটস গত ৮ বছরে কতবার দেখেছেন মরগান?
এ প্রশ্নে মরগান হাসলেন। বর্তমানে আইসিসির ধারাভাষ্যকর হিসেবে ভারতে আসা সাবেক ইংলিশ অধিনায়ক বললেন, ‘কখনো হাইলাইটস দেখিনি (হাসি)। এটা আমাদের জন্য একটা তিক্ত স্মৃতি। নাসের হুসেইন (আরেক সব সময় এটা মনে করেন। আমি কখনই আমার নিজের এসব স্মৃতি মনে করতে চাই না। তারা খুব ভালো দল ছিল, পেস বোলিং বিভাগ বেশ অভিজ্ঞ ছিল। ২০১৫ সালে অ্যাডিলেডে তারা আমাদের চেয়ে ভালো দল ছিল।’
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সাকিব আল হাসান আর মরগান একই ব্যাচের ক্রিকেটার। দুজন এক সঙ্গে খেলেছেন ২০০৬ যুব বিশ্বকাপ। মরগান বিশ্বকাপ জিতে-টিতে অবসরেও চলে গেছেন। সাকিব এখনো খেলে চলেছেন। বাংলাদেশ অধিনায়কের দীর্ঘ পথ চলা, তাঁর পারফরম্যান্স অবিশ্বাস্যই লাগে মরগ্যানের। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলছেন, ‘সে অবিশ্বাস্য খেলোয়াড়! সব সময় তার পারফরম্যান্স সেটাই বলে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই যে পাঁচটি বিশ্বকাপ খেলেছে। দীর্ঘ দিন ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে।’
২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালেও গত বিশ্বকাপে ইংলিশদের কাছে বাংলাদেশ হেরেছে। কাল ধর্মশালায় দুই দলের আরেকটি লড়াই নিয়ে মরগানের ভবিষ্যদ্বাণী, ‘বাংলাদেশ ট্রিকি দল। আমি যদিও মনে করি এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডকে বেশি সুবিধা দেবে। কারণ, এখানে কিছু বাড়তি বাউন্স আছে। বাড়তি বাউন্স থাকলে ইংল্যান্ড পেসারদের জন্য সুবিধা হয়।’
মাত্রই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে দুই বোর্ডের দ্বিপক্ষীয় আয়োজন। সিলেটে প্রথম টেস্টে নতজানু পারফরম্যান্সের পর চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি। তাই নাজমুল হোসেন শান্তদের ভাবতে হচ্ছে টি-টোয়েন্টি...
১৩ মিনিট আগেদুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১৩ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১৪ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৫ ঘণ্টা আগে