Ajker Patrika

সাকিব-তামিমের সঙ্গে কী কথা হলো তদন্ত কমিটির

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪: ০৮
সাকিব-তামিমের সঙ্গে কী কথা হলো তদন্ত কমিটির

সাকিব-তামিম ইকবালের দ্বন্দ্ব, বাংলাদেশের বিশ্বকাপ-ব্যর্থতার তদন্ত সিলেটে এসে সম্পন্ন করেছে বিসিবির বিশেষ কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে আজ সাকিবের রংপুর রাইডার্স এবং তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিব-তামিমের সঙ্গে বসার ব্যাপারটি। যদিও তদন্ত ফলপ্রসূ এবং কী আলোচনা হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে চাননি তিনি। ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেছেন, ‘এটা তো মিডিয়ায় বলার মতো ব্যাখ্যা না। কারণ, এটা খুবই গোপনীয়ভাবে করা হয়েছে। এটা যখন আসবে সামনে, তখন সবাই দেখতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবেন। দুজনের (সাকিব-তামিম) সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’ 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে ভক্তদের উদ্দেশে দলে সুযোগ না হওয়ার কিছু ব্যাপার ব্যাখ্যাও করেছিলেন তিনি। পরবর্তীকালে একটি টেলিভিশনে সাকিব দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার। যেখানে তামিমকে নিয়ে অনেক বিষোদ্গার করেছিলেন তিনি।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি: ফাইল ছবি

সব মিলিয়ে অস্বস্তিকর এক আবহে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপেও পড়েছিল এর নেতিবাচক প্রভাব। রীতিমতো বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছিল সাকিবের দল। তামিম-সাকিব ইস্যুর পাশাপাশি কোচ-টিম ম্যানেজমেন্টের সদস্যদেরও তদন্ত করেছেন সিরাজ-আকরাম খান-মাহবুব আনামের তদন্ত কমিটি। 

তবে সাকিব-তামিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, এ ব্যাপারে আপাতত নীরবই থাকলেন সিরাজ, ‘আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ কী হয়েছে—এ মুহূর্তে বলতে পারব না। বললাম তো আলোচনা গতিশীল হয়েছে। দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশা আল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত