ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
দেশে সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা। মাঠের বাইরের এত বড় বিতর্ক ছাপিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ জানাচ্ছেন সাকিবের এই মামলা ইস্যুতে।
সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শরীফুল ইসলামরা। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ‘অপ্রত্যাশিত’—বললেন তিনি।
গত ৫ আগস্ট আদাবর থানায় এক পোশাককর্মীকে হত্যা মামলায় সাকিবকেও আসামি করা হয়। একজন দেশসেরা ক্রিকেটারের বিরুদ্ধে হত্যা মামলা, দেশে ও দেশের বাইরে ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। তবে দুঃসময়ে সাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের।
আজ সকালে শান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বদরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। তাঁর নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, আঁধার কেটে নতুন আলো আসবে।’
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক টেস্ট জয়ে ভূমিকা রাখেন সাকিব। বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে এক আইনজীবী বিসিবিকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বিসিবিও সাকিব ইস্যুতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এখনো সাকিবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৬ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে