শ্রীলঙ্কান বোলাররা যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট নিচ্ছিলেন, তাতে নিউজিল্যান্ডের ইনিংস পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের চাপায় পিষ্ট কিউইরা হেরে গেল চার দিনেই। ইনিংস ও ১৫৪ রানে জিতে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল।
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে শ্রীলঙ্কা গড়েছে আরও এক রেকর্ড। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত গলে ২৬ টেস্ট জিতেছে লঙ্কানরা। যা গত ২৪ বছরের হিসাবে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ টেস্ট জয়। শ্রীলঙ্কা এই সময়ে (গত ২৪ বছরে) গলে খেলেছে ৪৪ টেস্ট। দুইয়ে থাকা ইংল্যান্ড সবশেষ ২৪ বছরে লর্ডসে জিতেছে ২৫ টেস্ট। এই ভেন্যুতে এই সময়ে ইংলিশরা খেলেছে ৪৩ টেস্ট।
দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৫ উইকেটে ১৯৯ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে তখনো ৩১৫ রান দূরে কিউইরা। রানের পাহাড়ে পিষ্ট নিউজিল্যান্ড চতুর্থ দিনের খেলা শুরুর অল্প সময় পরই হারায় ষষ্ঠ উইকেট। ৪৫তম ওভারের তৃতীয় বলে টম ব্লান্ডেলকে এলবিডব্লিউ করেন নিশান পেইরিস। যেখানে পেইরিস এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন।
৬৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ব্লান্ডেল যখন আউট হয়েছেন, নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ২১৬ রান। যেখানে ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস গড়েন ৯৫ রানের জুটি। এই জুটিতে তাঁরা খেলেছেন ১০৫ বল। ব্লান্ডেল আউট হলেও ফিলিপস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। ৬৬ বলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন ফিলিপস। নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ফিরিয়ে অভিষেক টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পেইরিস।
ফিলিপস ৯৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেন। নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারের পর টিম সাউদিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ৬৫তম ওভারের তৃতীয় বলে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করেন প্রবাথ জয়াসুরিয়া। ফিলিপস, সাউদি দুই ব্যাটারকে হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৬৪.৩ ওভারে ৮ উইকেটে ২৯১ রান।
শ্রীলঙ্কার জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সেটাকে আরও বেশি দীর্ঘায়িত করেন মিচেল স্যান্টনার। ৯৭ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েই সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন পেইরিস। ৮১.৪ ওভারে কিউইরা অলআউট হয়েছে ৩৬০ রানে। ১১৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন স্যান্টনার। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান করেন ফিলিপস।
ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ২৫০ বলে ১৮২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে অপরাজিত থাকেন কামিন্দু। ১৬ চার ও ৪ ছক্কা মেরেছেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। দুই ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন জয়াসুরিয়া। সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার।
ইনিংস ও ১৫৪ রানে হেরে টেস্টে ৬ বছর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড। সবশেষ তাদের সঙ্গে এমনটা হয়েছিল ২০১৮ সালে। দুবাইয়ে সেবার পাকিস্তানের কাছে কিউইরা হেরেছিল ইনিংস ও ১৬ রানে।
গলে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিসের পাশাপাশি কুশল মেন্ডিসও পেয়েছেন সেঞ্চুরির দেখা। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৮ রানে। তখন জয়াসুরিয়া ও পেইরিস নেন ৬ ও ৩ উইকেট।
নির্দিষ্ট কোনো ভেন্যুতে গত ২৪ বছরে সর্বোচ্চ টেস্ট জয়ের সেরা চার রেকর্ড
ভেন্যু জয়ী দল জয় ম্যাচ
গল শ্রীলঙ্কা ২৬ ৪৪
লর্ডস ইংল্যান্ড ২৫ ৪৮
সেঞ্চুরিয়ন দক্ষিণ আফ্রিকা ২০ ২৫
কেপটাউন দক্ষিণ আফ্রিকা ১৯ ২৯
*২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪-এর ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট পর্যন্ত।
শ্রীলঙ্কান বোলাররা যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট নিচ্ছিলেন, তাতে নিউজিল্যান্ডের ইনিংস পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের চাপায় পিষ্ট কিউইরা হেরে গেল চার দিনেই। ইনিংস ও ১৫৪ রানে জিতে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল।
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে শ্রীলঙ্কা গড়েছে আরও এক রেকর্ড। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত গলে ২৬ টেস্ট জিতেছে লঙ্কানরা। যা গত ২৪ বছরের হিসাবে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ টেস্ট জয়। শ্রীলঙ্কা এই সময়ে (গত ২৪ বছরে) গলে খেলেছে ৪৪ টেস্ট। দুইয়ে থাকা ইংল্যান্ড সবশেষ ২৪ বছরে লর্ডসে জিতেছে ২৫ টেস্ট। এই ভেন্যুতে এই সময়ে ইংলিশরা খেলেছে ৪৩ টেস্ট।
দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৫ উইকেটে ১৯৯ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে তখনো ৩১৫ রান দূরে কিউইরা। রানের পাহাড়ে পিষ্ট নিউজিল্যান্ড চতুর্থ দিনের খেলা শুরুর অল্প সময় পরই হারায় ষষ্ঠ উইকেট। ৪৫তম ওভারের তৃতীয় বলে টম ব্লান্ডেলকে এলবিডব্লিউ করেন নিশান পেইরিস। যেখানে পেইরিস এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন।
৬৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ব্লান্ডেল যখন আউট হয়েছেন, নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ২১৬ রান। যেখানে ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস গড়েন ৯৫ রানের জুটি। এই জুটিতে তাঁরা খেলেছেন ১০৫ বল। ব্লান্ডেল আউট হলেও ফিলিপস খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। ৬৬ বলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন ফিলিপস। নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ফিরিয়ে অভিষেক টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পেইরিস।
ফিলিপস ৯৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেন। নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারের পর টিম সাউদিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ৬৫তম ওভারের তৃতীয় বলে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করেন প্রবাথ জয়াসুরিয়া। ফিলিপস, সাউদি দুই ব্যাটারকে হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৬৪.৩ ওভারে ৮ উইকেটে ২৯১ রান।
শ্রীলঙ্কার জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সেটাকে আরও বেশি দীর্ঘায়িত করেন মিচেল স্যান্টনার। ৯৭ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েই সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন পেইরিস। ৮১.৪ ওভারে কিউইরা অলআউট হয়েছে ৩৬০ রানে। ১১৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন স্যান্টনার। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান করেন ফিলিপস।
ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ২৫০ বলে ১৮২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে অপরাজিত থাকেন কামিন্দু। ১৬ চার ও ৪ ছক্কা মেরেছেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। দুই ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন জয়াসুরিয়া। সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার।
ইনিংস ও ১৫৪ রানে হেরে টেস্টে ৬ বছর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড। সবশেষ তাদের সঙ্গে এমনটা হয়েছিল ২০১৮ সালে। দুবাইয়ে সেবার পাকিস্তানের কাছে কিউইরা হেরেছিল ইনিংস ও ১৬ রানে।
গলে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিসের পাশাপাশি কুশল মেন্ডিসও পেয়েছেন সেঞ্চুরির দেখা। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৮ রানে। তখন জয়াসুরিয়া ও পেইরিস নেন ৬ ও ৩ উইকেট।
নির্দিষ্ট কোনো ভেন্যুতে গত ২৪ বছরে সর্বোচ্চ টেস্ট জয়ের সেরা চার রেকর্ড
ভেন্যু জয়ী দল জয় ম্যাচ
গল শ্রীলঙ্কা ২৬ ৪৪
লর্ডস ইংল্যান্ড ২৫ ৪৮
সেঞ্চুরিয়ন দক্ষিণ আফ্রিকা ২০ ২৫
কেপটাউন দক্ষিণ আফ্রিকা ১৯ ২৯
*২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪-এর ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট পর্যন্ত।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৭ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৭ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগে