নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি।
টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর।
রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন।
ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮
ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান:
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯
১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮
১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৯ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে