Ajker Patrika

বাংলাদেশের স্পিন বোলিং কোচ যাচ্ছেন ইংল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৬: ২৭
বাংলাদেশের স্পিন বোলিং কোচ যাচ্ছেন ইংল্যান্ডে

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহে। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের বর্তমানে নেই কোনো ব্যস্ততা। দলটির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ যাচ্ছেন ইংল্যান্ডে।

পাকিস্তানের ‘ক্রিকেট পাকিস্তান’ ওয়েবসাইটে জানা গেছে, কদিন আগে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি করেছেন মুশতাক।ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন তিনি। কদিনের চুক্তি তা অবশ্য জানা যায়নি। ইংল্যান্ডের তরুণ প্রতিভার উন্নয়নে কাজ করার আগ্রহ তিনি প্রকাশ করেছেন।  অন্য কোনো ক্রিকেট বোর্ড যোগাযোগ করেনি বলে মুশতাক দাবি করেছেন এমনটা ছিল পাকিস্তানের ওয়েবসাইটটির প্রতিবেদনে। ইংল্যান্ড-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট সিরিজ দিয়ে শুরু তাঁর ইংল্যান্ডের দায়িত্ব।  ৮ জুলাই ওর্মসলিতে হবে ইংল্যান্ড-লঙ্কা যুব দলের প্রথম টেস্ট।  সিরিজের দ্বিতীয় টেস্ট ১৬ জুলাই শুরু হবে চেলটেনহ্যামে।

এ বছরের এপ্রিলে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান মুশতাক।  জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রথমে সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। এবার জানা গেছে, এ বছরের ডিসেম্বর পর্যন্ত মুশতাকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের ক্রিকেটেও তিনি সময় দেবেন।  বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরের পরে মুশতাকের সঙ্গে দিনভিত্তিক দীর্ঘমেয়াদী চুক্তির চিন্তা রয়েছে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই লেগ স্পিনারও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত