নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে