Ajker Patrika

পাকিস্তানকে হেসেখেলে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৭: ৩৯
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।

পাকিস্তান ধবলধোলাই এড়ানোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আজ খেলতে পারেননি। হোবার্টে তাই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সালমান আলী আগা। নতুন অধিনায়কের পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হাতে তখনো বাকি ছিল ৫২ বল।

১১৮ রানের লক্ষ্যে নেমে ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে করে ৩০ রান। যার মধ্যে ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কের ঝড় উঠতে গেলেও সেটা থামিয়ে দিয়েছেন আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পেসার জাহানদাদ খান। ১১ বলে ৪ চারে ১৮ রান করেন ম্যাকগার্ক। আরেক ওপেনার ম্যাথু শর্ট করেন ২ রান। এমন পরিস্থিতিতে চারে ব্যাটিংয়ে নামেন মার্কাস স্টয়নিস। দুই ওপেনারকে উইকেট হারালেও অস্ট্রেলিয়া পাওয়ারপ্লেতে ১০-এর কাছাকাছি রানরেট রাখতে পেরেছে, সেটা স্টয়নিসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই। প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৫৮ রান করে অজিরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৫৫ রান যোগ করেন স্টয়নিস। দশম ওভারের পঞ্চম বলে ইংলিসকে ফিরিয়ে জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। শর্ট ফাইন লেগে তিনবারের চেষ্টায় ক্যাচ ধরেন হারিস রউফ। ২৪ বলে ৪ চারে ২৭ রান করেন ইংলিস। ৯.৫ ওভারে ৩ উইকেটে ৮৫ রানে পরিণত অস্ট্রেলিয়ার বাকি পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১০ বল। চতুর্থ উইকেটে ৩৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন স্টয়নিস ও টিম ডেভিড। যার মধ্যে ১১তম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে পিটিয়ে অস্ট্রেলিয়া নেয় ২৫ রান। এই ওভারে আসে ৩ ছক্কা ও ১ চার।

শেষটা স্টয়নিস ছক্কা মেরে করতে চেয়েছেন। ১২তম ওভারের তৃতীয় বলে আব্বাস আফ্রিদির ফুলটসকে পুল করেন স্টয়নিস। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরা হলেও আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন। অস্ট্রেলিয়া তখন পেয়ে যায় ৭ উইকেটের বিশাল জয়। ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টয়নিস। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা স্পেনসার জনসন। বোলিং করেছেন ৬.৮৭ ইকোনমিতে।

হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান। ৬.৫ ওভারে ২ উইকেটে ৬১ রান করে পাকিস্তান। রান রেট ৮.৯৩, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। তবে পরবর্তীতে এটা আর ধরে রাখতে পারেনি সফরকারীরা। ১৮.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। ২৮ বলে ৪ চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যারন হার্ডি নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২১ রান। ১ ওভার মেডেনও দিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন। যার মধ্যে জাম্পা ৪ ওভারে খরচ করেন ১১ রান।

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান হেরেছে ৬ টি-টোয়েন্টি। সিডনিতে ২০১৯ সালে বৃষ্টির বাগড়ায় পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এবার ব্রিসবেনের গ্যাবায় গত বৃহস্পতিবার শুরু হয়েছিল দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৈরি আবহাওয়ার কারণে ৭ ওভারে নেমে আসা প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারায় অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে সিডনিতে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও জিততে পারল না পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত