Ajker Patrika

মাঠে বসে ইউরো দেখা পন্ত করোনায় আক্রান্ত

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৫: ১৪
মাঠে বসে ইউরো দেখা পন্ত করোনায় আক্রান্ত

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষব পন্ত করোনা আক্রান্ত হয়েছেন। আট দিন আগেও পন্ত করোনা টেস্ট করিয়েছিলেন তবে তখন নেগেটিভ এসেছিল। এখন পজেটিভ আসায় তিনি দলের সঙ্গে ডারহামে আর যেতে পারবেন না। এমনকি টিম হোটেল কিংবা লন্ডনে বন্ধুর বাসাতেও অবস্থান করতে পারবেন না পন্ত। 

সম্প্রতি পন্তকে ওয়েম্বলি স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছিল। ইউরোর নক আউট পর্বের ইংল্যান্ড-জার্মানির ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছি্লেন তিনি। গ্যালারিতে বন্ধুদের সঙ্গে সেলফি তুলে সেদিন নিজের টুইটারে পোস্ট করেছিলেন পন্ত। 

আগামী ২০ জুলাই ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বিপক্ষে তিন দিনের একটি গা গরমের ম্যাচ আছে ভারতের। পন্ত এখন আর সেটি খেলতে পারবেন না। চার আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু। পন্তের করোনা আক্রান্তের বিষয়টি তাই প্রভাব ফেলতে পারে ভারতীয় দলে।

গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড এসেছিল ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থাকায় ভারতীয় দল ইংল্যান্ডেই অবস্থান করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত