Ajker Patrika

কোহলি-ধাওয়ানদের অবসর নিতে বলছেন নেটিজেনরা

কোহলি-ধাওয়ানদের অবসর নিতে বলছেন নেটিজেনরা

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। কোহলি, ধাওয়ানের পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রিকেট ভক্তরা। ভারতীয় এই দুই টপ অর্ডার ব্যাটারের অবসরের দাবি তুলেছেন নেটিজেনরা। 

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা চোটে পড়ায় ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেন কোহলি। ৬ বলে ৫ রান করেন সাবেক ভারতীয় অধিনায়ক। আরেক ওপেনার ধাওয়ান ১০ বলে করেন ৮ রান। প্রথম ওয়ানডেতেও এই দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ধাওয়ান করেছিলেন ১৭ বলে ৭ রান এবং কোহলি করেছিলেন ১৫ বলে ৯ রান। 

কোহলি, ধাওয়ানের এমন পারফরম্যান্সে ভক্তরা সামাজিকমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন। প্রশান্ত মুদগাল নামের একজন টুইট করেন, ‘আমার মতে, কোহলি, ধাওয়ান, রোহিতকে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত। ‘ধরমভীর সিং নামের আরেকজন টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই, আপনারা কি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণদের মতো বুড়োদের সরাতে পারবেন? দেশ এবং দল তাদের বোঝা আর নিতে পারছে না। ‘

প্রথম দুই ওয়ানডে হেরে ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ-ভারত। অবশ্য তার আগেই চোটে পড়ে রোহিত, কুলদীপ সেন, দীপক চাহার ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত