Ajker Patrika

শেষ ওয়ানডে খেলেই ফিরবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮: ১৫
শেষ ওয়ানডে খেলেই ফিরবেন সাকিব

দুপুরের পর হঠাৎ করেই গুঞ্জন সাকিব আল হাসান আজ রাতেই নাকি দেশে ফিরবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিশ্চিত করেছে, আজ নয়; পরশু তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার।

কদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিবের পরিবারের বেশ কয়েকজন সদস্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর মা, শাশুড়ি, ছেলে ও মেজো মেয়ে। এরপরই সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বিসিবির তরফ থেকে জানানো হয়, সাকিব চাইলে দেশে ফিরতে পারবেন। জল্পনা ছিল, তৃতীয় ওয়ানডে সাকিব খেলবেন নাকি এর আগেই দক্ষিণ আফ্রিকা ছাড়বেন তিনি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিকেলে আজকের পত্রিকাকে জানালেন, আগামী বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে খেলবেন সাকিব। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিব নিজেই চাইছেন সিরিজের শেষ ম্যাচটা খেলে তবেই ফিরবেন।

সাকিবের ফেরা নিয়ে বিকেলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘সাকিবের যে ধরনের সহযোগিতা দরকার, আমরা করছি। আমরা সব সময়ই খেলোয়াড়দের পাশে আছি।’

সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত