শেষ ৫ বলে ৯ রান প্রয়োজন ছিল বার্মিংহাম ফিনিক্সের। মেয়েদের ক্রিকেটে রানটা কঠিন হলেও প্রথম ২ বলে ৫ রান নিয়ে জয়ের কাজটা সহজ করেছেন ফিনিক্সের দুই সেট ব্যাটার টেস ফ্লিনটফ ও অ্যামি জোন্স। কিন্তু এর পরই দ্য হানড্রেডের ম্যাচে নাটকীয়তার শুরু।
৩ বলে যখন ৪ রান লাগে, তখনই ফিনিক্সের হাতে ৯ উইকেট। কিন্তু শেষ সমীকরণটা আর মেলাতে পারলেন না ফ্লিনটফ ও জোন্স জুটি। আসলে তাঁদের মেলাতে দেননি ওয়েলশ ফায়ারের পেসার শবনিম ইসমাইল। শেষ ওভারটি করার আগে দক্ষিণ আফ্রিকার পেসার দলের অধিনায়ককে ম্যাচ জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্যামি বেমন্টকে দেওয়া সেই কথা রাখতেই শেষ ৩ বলে ফিনিক্সকে ছারখার করলেন ইসমাইল। টানা ৩ উইকেটে হ্যাটট্রিক পূর্ণ করে ওয়েলশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। এমন ম্যাচ জয়ের পর ওয়েলশ খেলোয়াড়েরা চাইলে কলকাতার বিখ্যাত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলির’ জনপ্রিয় গান ‘এভাবেও ফিরে আসা যায়’ গাইতেই পারেন। বাংলা গান হওয়ায় তাঁরা ইংলিশে অনুবাদ করে গাইতে পারেন। সঙ্গে গানের লাইনটি পরিবর্তন করে ‘এভাবেও ম্যাচ জেতা যায়’ জুড়ে দিতে পারেন।
নারী-পুরুষ মিলিয়ে ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন ইসমাইল। মেয়েদের হয়ে দ্বিতীয়। তাঁর আগে অস্ট্রেলিয়ার অ্যালেনা কিং প্রথম হ্যাটট্রিক করেন। আর পুরুষদের হয়ে ইসমাইলের স্বদেশি লেগ স্পিনার ইমরান তাহির। রেকর্ড গড়ার পথে প্রথম উইকেটটি পান ফ্লিনটফকে বোল্ড করে। পরের উইকেট নেন এরিন বার্নসকে শর্ট থার্ডম্যানে ক্যাচ বানিয়ে। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ইসি ওংকে বোল্ড করে।
এর আগে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ফিনিক্স। উদ্বোধনী জুটিতেই সোফি ডেভিনের সঙ্গে ৪১ রান তোলেন ফ্লিনটফ। ২৯ রানে ডেভিন আউট হলে দ্বিতীয় উইকেটে আরও বড় জুটি গড়ে ফিনিক্স। ৯৩ রানের জুটি গড়ে ম্যাচই শেষ করে দিয়েছিলেন ফ্লিনটফ-জোন্স জুটি। শেষ পর্যন্ত দুই ব্যাটারকে আর শেষ করতে দেননি ইসমাইল। প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওয়েলশকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি।
ম্যাচ শেষে ওভার শুরুর আগে অধিনায়ক বেমন্টকে কী বলেছিলেন তা জানিয়েছেন ইসমাইল। ৩৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমাকে শান্ত থাকতে হতো, অধিনায়ককেও। তাই তাকে বললাম আমরাই ম্যাচটা জিততে যাচ্ছি, চিন্তা কোরো না। বিষয়টা দেখছি।’
শেষ ৫ বলে ৯ রান প্রয়োজন ছিল বার্মিংহাম ফিনিক্সের। মেয়েদের ক্রিকেটে রানটা কঠিন হলেও প্রথম ২ বলে ৫ রান নিয়ে জয়ের কাজটা সহজ করেছেন ফিনিক্সের দুই সেট ব্যাটার টেস ফ্লিনটফ ও অ্যামি জোন্স। কিন্তু এর পরই দ্য হানড্রেডের ম্যাচে নাটকীয়তার শুরু।
৩ বলে যখন ৪ রান লাগে, তখনই ফিনিক্সের হাতে ৯ উইকেট। কিন্তু শেষ সমীকরণটা আর মেলাতে পারলেন না ফ্লিনটফ ও জোন্স জুটি। আসলে তাঁদের মেলাতে দেননি ওয়েলশ ফায়ারের পেসার শবনিম ইসমাইল। শেষ ওভারটি করার আগে দক্ষিণ আফ্রিকার পেসার দলের অধিনায়ককে ম্যাচ জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্যামি বেমন্টকে দেওয়া সেই কথা রাখতেই শেষ ৩ বলে ফিনিক্সকে ছারখার করলেন ইসমাইল। টানা ৩ উইকেটে হ্যাটট্রিক পূর্ণ করে ওয়েলশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। এমন ম্যাচ জয়ের পর ওয়েলশ খেলোয়াড়েরা চাইলে কলকাতার বিখ্যাত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলির’ জনপ্রিয় গান ‘এভাবেও ফিরে আসা যায়’ গাইতেই পারেন। বাংলা গান হওয়ায় তাঁরা ইংলিশে অনুবাদ করে গাইতে পারেন। সঙ্গে গানের লাইনটি পরিবর্তন করে ‘এভাবেও ম্যাচ জেতা যায়’ জুড়ে দিতে পারেন।
নারী-পুরুষ মিলিয়ে ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন ইসমাইল। মেয়েদের হয়ে দ্বিতীয়। তাঁর আগে অস্ট্রেলিয়ার অ্যালেনা কিং প্রথম হ্যাটট্রিক করেন। আর পুরুষদের হয়ে ইসমাইলের স্বদেশি লেগ স্পিনার ইমরান তাহির। রেকর্ড গড়ার পথে প্রথম উইকেটটি পান ফ্লিনটফকে বোল্ড করে। পরের উইকেট নেন এরিন বার্নসকে শর্ট থার্ডম্যানে ক্যাচ বানিয়ে। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ইসি ওংকে বোল্ড করে।
এর আগে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ফিনিক্স। উদ্বোধনী জুটিতেই সোফি ডেভিনের সঙ্গে ৪১ রান তোলেন ফ্লিনটফ। ২৯ রানে ডেভিন আউট হলে দ্বিতীয় উইকেটে আরও বড় জুটি গড়ে ফিনিক্স। ৯৩ রানের জুটি গড়ে ম্যাচই শেষ করে দিয়েছিলেন ফ্লিনটফ-জোন্স জুটি। শেষ পর্যন্ত দুই ব্যাটারকে আর শেষ করতে দেননি ইসমাইল। প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওয়েলশকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি।
ম্যাচ শেষে ওভার শুরুর আগে অধিনায়ক বেমন্টকে কী বলেছিলেন তা জানিয়েছেন ইসমাইল। ৩৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমাকে শান্ত থাকতে হতো, অধিনায়ককেও। তাই তাকে বললাম আমরাই ম্যাচটা জিততে যাচ্ছি, চিন্তা কোরো না। বিষয়টা দেখছি।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে