ক্রীড়া ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট-০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তাহলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। তারপরও আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে, ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে, ৭. ৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে, ৯. ৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে, ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
আজকের খেলা
ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩টা, সরাসরি
নাগরিক টিভি, টি স্পোর্টস
উইমেন’স প্রিমিয়ার লিগ
দিল্লি-বেঙ্গালুরু
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
সেন্ট পাওলি-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ৫
ফ্রাঙ্কফুর্ট-লেভারকুসেন
রাত টা ১১টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
এফএ কাপ
ক্রিস্টাল প্যালেস-মিলওয়াল
সন্ধ্যা ৬টা ১৫ মি. সরাসরি
সনি টেন ৫
ম্যানচেস্টার সিটি-প্লাইমাউথ
রাত ১১টা ৪৫ মি. , সরাসরি
সনি টেন ২
টেনিস
ফাইনাল: দুবাই চ্যাম্পিয়নশিপ
রাত ৯টা, সরাসরি
ইউরোস্পোর্ট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট-০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তাহলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। তারপরও আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে, ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে, ৭. ৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে, ৯. ৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে, ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
আজকের খেলা
ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩টা, সরাসরি
নাগরিক টিভি, টি স্পোর্টস
উইমেন’স প্রিমিয়ার লিগ
দিল্লি-বেঙ্গালুরু
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
সেন্ট পাওলি-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ৫
ফ্রাঙ্কফুর্ট-লেভারকুসেন
রাত টা ১১টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
এফএ কাপ
ক্রিস্টাল প্যালেস-মিলওয়াল
সন্ধ্যা ৬টা ১৫ মি. সরাসরি
সনি টেন ৫
ম্যানচেস্টার সিটি-প্লাইমাউথ
রাত ১১টা ৪৫ মি. , সরাসরি
সনি টেন ২
টেনিস
ফাইনাল: দুবাই চ্যাম্পিয়নশিপ
রাত ৯টা, সরাসরি
ইউরোস্পোর্ট
দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
৪০ মিনিট আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
১ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৫ ঘণ্টা আগে