Ajker Patrika

হেটমায়ার-রাসেলদের ছাড়াই টি-টোয়েন্টি ও ওয়ানডের দল ঘোষণা করল উইন্ডিজ

আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ২০
হেটমায়ার-রাসেলদের ছাড়াই টি-টোয়েন্টি ও ওয়ানডের দল ঘোষণা করল উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানকে অধিনায়ক করে দুই সংস্করণেই ১৩ সদস্যের দল দিয়েছে উইন্ডিজ। আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার,এভিন লুইস, জেসন হোল্ডারদের মতো তারকাদের  ছাড়াই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকেরা। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ২ জুলাই।।দ্বিতীয়টি ৩ জুলাই আর শেষটি ৭ জুলাই। প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায় আর শেষটি গায়ানায়। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে ১০ ও ১৩ জুলাই, শেষটি ১৬ জুলাই। তিনটি ম্যাচই হবে গায়ানায়। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ, ডমিনিক ড্রেকস(অতিরিক্ত)।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়কেশ মোতি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড (অতিরিক্ত)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত