Ajker Patrika

আবারও আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
আবারও আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে সাকিব

আবারও আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও ব্যাটে–বলে দুর্দান্ত ছিলেন বাঁহাতি অলরাউন্ডার। আগস্টের মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়া সাকিব তারই পুরস্কার হিসেবে দ্বিতীয়বার মনোনয়ন পেলেন। 

সাকিবের সঙ্গে অক্টোবর মাসসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানকে সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক আসিফ আলী এবং বিশ্বকাপে এসেই নামিবিয়াকে প্রথমবারের মতো সুপার টুয়েলভে ওঠাতে ব্যাটে-বলে দুর্দান্ত ভূমিকা রাখা ডেভিড ভিসা। 

একই সঙ্গে নারী বিভাগে আয়ারল্যান্ডের অলরাউন্ডার লরা ডেলানি এবং ডানহাতি ব্যাটার গ্যাবি লুইসের সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক মেরি-অ্যান মুসোন্ডা। আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানায়। 

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত মাসে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ১০৯.১৬ স্ট্রাইক রেটে ১৩১ রান করেন এবং ৫.৫৯ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেন। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সাকিবের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সের কথাও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। 

অন্যদিকে আসিফ আলীকে কেন মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, পাকিস্তানের দুর্দান্ত মিডল-অর্ডার ব্যাটার আসিফ আলী টি-টোয়েন্টি বিশ্বকাপে গত মাসে তিনটি ম্যাচ খেলেন, যেখানে তিনি ২৭৩.৬৮ স্ট্রাইক রেটে ৫২ রান করেন। নিউজিল্যান্ডকে হারাতে তাঁর ১২ বলে ২৭ রানের ইনিংসটিকে যুগান্তকারী পারফরম্যান্স হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ে এক ওভারে মারা চারটি ছক্কার কথাও তুলে ধরা হয়। 

ডেভিড ভিসে এখন পর্যন্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। তিনি আটটি টি-টোয়েন্টি খেলে ১৩২.৭৮ গড়ে ১৬২ রানের পাশাপাশি ৭.২৩ ইকোনমিতে ৭ উইকেট পান। নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার পেছনে রাখেন ব্যাটে-বলে দুর্দান্ত ভূমিকা। 

এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসসেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মুশফিকুর রহিম। সাকিব এবারও এই পুরস্কার পেলে তিনি হবেন দ্বিতীয় ক্রিকেটার, যিনি দুই মাস এই পুরস্কার পেলেন। আইসিসির ভোটিং একাডেমির সদস্য এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের ভোটে আগামী সপ্তাহে এই পুরস্কার ঘোষণা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত