Ajker Patrika

এবার ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, কাঁপালেন শরীফুল

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২: ৫৩
এবার ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, কাঁপালেন শরীফুল

অলরাউন্ডার সাকিব আল হাসান আবার কোথায় যেন মিলিয়ে গেলেন। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে ছন্দে নেই সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব ও শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরীফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। সাকিব ২ উইকেট নিতে খরচ করেছেন ২১ রান। তিনিও ৪ ওভার বোলিং করেছেন। ব্যাটিংয়ে ৭ বলে ১ রান করে আউট হয়েছেন।

সাকিবের মিশ্র পারফরম্যান্সের দিনে বাংলা টাইগার্স জিতেছে ‘লো স্কোরিং থ্রিলার'। সারে জাগুয়ার্স ১০২ রানের লক্ষ্য দিলেও সেটা তাড়া করে জিততে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুইয়েছে ৬ উইকেট। আবারও ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ভিসে। এবার তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখেছেন। ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার।
  
৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট ‍-০.০০৯। নিজেদের প্রথম ম্যাচ হারের পর হ্যাটট্রিক ম্যাচ জিতলেন সাকিব-শরীফুলরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মন্ট্রিয়ল টাইগার্সেরও পয়েন্ট ৬। তাদের নেট রানরেট ‍+১.৪১৭। তিন ম্যাচের তিনটিই তারা জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত