Ajker Patrika

‘বাংলাদেশের ম্যাচ’ উপভোগ না করলে সাকিব খেলছে কেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬: ১৩
‘বাংলাদেশের ম্যাচ’ উপভোগ না করলে সাকিব খেলছে কেন

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হলেও খেলার ইচ্ছে নেই সাকিব আল হাসানের। গত রাতে দুবাইগামী বিমানে চড়ার আগে তারকা অলরাউন্ডার জানিয়ে গেছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন তিনি।

এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজও নাকি উপভোগ করেননি সাকিব। নিজেকে গাড়ির যাত্রী মনে হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় খেলতে মন সায় না দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠিও দিয়েছেন সাকিব। এ নিয়ে দুই দিন সময় চেয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

২৪ ঘণ্টা পার না হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নাজমুল হাসান পাপন। সাকিব-ইস্যুতে বিচলিত নন জানিয়ে বোর্ড সভাপতি আজ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের খেলা উপভোগ না করলে সে খেলছে কেন? বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে এগুলো বলছে, চমকে দিচ্ছে। আমাদের কেন বলছে না? সে আমাকে বলতে পারত কিংবা সুজনকে (টিম ডিরেক্টর)। এখন তো বায়ো-বাবল নেই।’

সাকিবের এমন আচরণে এবার অসহিষ্ণু পাপন, ‘সে ঠিকই বেতন নিচ্ছে। কিন্তু খেলছে না। এভাবে চলতে দেওয়া যায় না। কেউ খেলতে না চাইলে আরও আগে বলতে হবে। এর আগে বোর্ড জানতে চেয়েছিল কে কোন সংস্করণে খেলতে চায়। তখন সাকিব সব সংস্করণে খেলার কথা বলেছিল।’

আফগান সিরিজ নিয়ে বোর্ড প্রধানের ভাষ্য, ‘সে বলেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেনি। ওকে দেখে কি বোঝা গেছে উপভোগ করেনি? আপনারা (সাংবাদিকেরা) কেউ দেখে বুঝেছেন? আমরা ওয়ানডে সিরিজ জিতলাম, তবু সে উপভোগ করল না? আমরা প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাও উপভোগ করল না? উপভোগ না করলে তখন কেন বলেনি?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত