নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশ দলের পেস বিভাগ চোট-জর্জর। এ মুহূর্তে আইপিএলে খেলায় এই সিরিজে মোস্তাফিজকেও পাবে না দল।
ক্রিকেট বোর্ডও মোস্তাফিজকে শ্রীলঙ্কা সিরিজে ডেকে এনে বিরক্ত করতে চায় না। তবে একই সঙ্গে বোর্ড চায় লাল বলে প্রয়োজন অনুযায়ী খেলুক মোস্তাফিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের টেস্ট খেলা না খেলা নিয়ে এসব জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সব টেস্টে না হলেও প্রয়োজন অনুযায়ী মোস্তাফিজকে টেস্ট খেলাতে চান সুজন। ২৬ বছর বয়সী এই পেসারের এখনই সেরা সময় উল্লেখ করে সুজন বলেন, ‘মোস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিত। এখন তার সেরা সময়। আমরা তো বলছি না সব টেস্ট খেলতে হবে। আমি চাই বছরে অন্তত ৬-৮টা টেস্ট ম্যাচ তার খেলা উচিত। সেটা করলে আমরা পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আমাদের ১২ জন ফাস্ট বোলার নিয়ে পুল থাকা দরকার, যারা তিন সংস্করণেই পারফর্ম করতে পারবে।’
সুজন মনে করেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজ। এখানকার পেসাররা চোটপ্রবণ মনে করিয়ে দিয়ে সুজন জানান, মোস্তাফিজ টেস্ট খেললে দলের সমন্বয় করা সহজ হয়, ‘বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মোস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন কিংবা টেকনিক-ট্যাকটিকস। এসব দিক থেকে তো মোস্তাফিজই সেরা। আজ তাসকিন চোটাক্রান্ত। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মোস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকত। শরিফুলও যেকোনো সময় চোটে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় চোটে পড়তে পারে। সে ক্ষেত্রে মোস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’
তিন সংস্করণে বিরতিহীনভাবে খেলে যাওয়ার ব্যাপারটি সবার ক্ষেত্রে অবশ্য প্রযোজ্য নয় মনে করেন সুজন। পরিষ্কার করেছেন, সিনিয়রদের ক্ষেত্রে অবশ্যই বিশ্রাম প্রয়োজন,‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হতো, বলতাম সে-ও বিশ্রামের যোগ্য।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে