নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না।
শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার।
আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’
তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’।
ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য একটি অংশ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করে তুলতে এই প্রযুক্তির বিকল্প নেই। অথচ গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ছাড়াই মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। নানা বিতর্কের মাঝে বিপিএলের শেষ অংশে বিসিবি ‘ডিআরএস’ সংযোজনের আভাস দিলেও এখন আর তা হচ্ছে না।
শুরুর দিকে ডিআরএস প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় কর্মী না থাকায় বাংলাদেশকে তা দিতে পারেনি ডিআরএস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘হকআই’। যদিও বিপিএলের শেষ পর্বে ডিআরএস প্রযুক্তি যুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিসিবি। কিন্তু প্রযুক্তি আসলেও টেকনিশিয়ান না থাকায় বিপিএলে তা ব্যবহার সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার।
আজ রোববার বিসিবির এক সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমনটাই জানান। তিনি বলেছেন, ‘ডিআরএস পরিচালনার জন্য যে যে যন্ত্রপাতি দরকার সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই প্রযুক্তি পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’
তানভীর আহমেদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো ডিআরএস পাব। তবে সেটা মনে হয় আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডিআরএস সংযোজন সম্ভব হচ্ছে না’।
ডিআরএস প্রযুক্তি না থাকলেও বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে ‘এডিআরএস’ ব্যবহার করছে বিসিবি। এর মাধ্যমে বেশ কয়েকটি ম্যাচে ইতিবাচক ফল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
চোট এখন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ৯০ মিনিট খেলা তো দূরে থাক, অনেক সময় বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয় না। যত গুরুত্বপূর্ণ ম্যাচই হোক, আর্জেন্টাইন তারকা ফুটবলার শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
১৯ মিনিট আগেপাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু একটা হলেই হলো। বাসিত আলী-কামরান আকমলরা তখন শ্লেষাত্মক মন্তব্য করতে দেরি করেন না। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছিলেন বাসিত-কামরান।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল চার ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। হেরেছেও ২ ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ দল।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলী খুব একটা নিয়মিত নন। হবেন কী করে! মাঠের পারফরম্যান্সে নিজেকে তো সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে