Ajker Patrika

পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতে বাংলাদেশের টি­-টোয়েন্টি সিরিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে। ফাইল ছবি
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে। ফাইল ছবি

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। আগামী ৫ মে দেশে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা। আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ২০ মে শারজায় দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। আমিরাত সিরিজের বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘হ্যাঁ, আমিরাতে একটা টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হয়েছে।’

আমিরাত থেকে ২০ মে রাতে পাকিস্তানে রওনা দেবে বাংলাদেশ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজ দিয়েই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ১৭ বছর পর।

২৫ মে ফয়সালাবাদে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মে একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত