নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি।
এই মামলার পর এখন জনমনে কৌতূহল—হত্যা মামলা আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না— এমন কোনো আইন নেই বলেও জানান তিনি। ক্রিকেটে স্পিরিট অব দ্য রুলসে আছে, ক্রিকেটকে নৈতিকভাবে শৃঙ্খল থাকতে হবে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তাই তাঁর দেশে ও দেশের বাইরে ক্রিকেট খেলতে বাধা নেই। যদি তিনি মামলার তদন্তে দোষী সাব্যস্ত হন, তখন যদি সংশ্লিষ্ট বোর্ড কিংবা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন তিনি ম্যাচ খেলার সুযোগ না-ও পেতে পারেন। আপাতদৃষ্টে এই মামলাকে কেন্দ্র করে সাকিবের ম্যাচ খেলায় কোনো বিধিনিষেধ আরোপের সুযোগ নেই।
এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবের এই মামলার বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করেছে। তবে তিনি এখনো আসামি নন। অভিযোগ প্রমাণের আগে কাউকে আসামি বলা যাবে না। যদি তাঁর বিরুদ্ধে আনীত হত্যা মামলার অভিযোগটি প্রমাণিত হয়, সে ক্ষেত্রে তিনি আসামি হবেন। তবে তিনি ক্রিকেট খেলতে পারবেন কি পারবেন না, এটি নির্ধারণ করবে ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তা ছাড়া এই মামলার সময়কাল দেখেই বোঝা যাচ্ছে এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা।’
সাকিবের পরিবার সূত্রে জানা গেছে, দ্রুতই তারা আইনজীবী নিয়োগ করে এই মামলায় সাকিবের জন্য আগাম জামিন চাইবে। আইনজীবী নিয়োগ করে এই মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার চেয়ে বিচারিক আদালত বরাবর আবেদন করারও চিন্তাভাবনা রয়েছে তাদের।
এদিকে বিসিবির নিজস্ব কোনো আইনজীবী না থাকায় সাকিবের মামলা ইস্যুতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি।
এই মামলার পর এখন জনমনে কৌতূহল—হত্যা মামলা আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না— এমন কোনো আইন নেই বলেও জানান তিনি। ক্রিকেটে স্পিরিট অব দ্য রুলসে আছে, ক্রিকেটকে নৈতিকভাবে শৃঙ্খল থাকতে হবে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তাই তাঁর দেশে ও দেশের বাইরে ক্রিকেট খেলতে বাধা নেই। যদি তিনি মামলার তদন্তে দোষী সাব্যস্ত হন, তখন যদি সংশ্লিষ্ট বোর্ড কিংবা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন তিনি ম্যাচ খেলার সুযোগ না-ও পেতে পারেন। আপাতদৃষ্টে এই মামলাকে কেন্দ্র করে সাকিবের ম্যাচ খেলায় কোনো বিধিনিষেধ আরোপের সুযোগ নেই।
এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবের এই মামলার বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করেছে। তবে তিনি এখনো আসামি নন। অভিযোগ প্রমাণের আগে কাউকে আসামি বলা যাবে না। যদি তাঁর বিরুদ্ধে আনীত হত্যা মামলার অভিযোগটি প্রমাণিত হয়, সে ক্ষেত্রে তিনি আসামি হবেন। তবে তিনি ক্রিকেট খেলতে পারবেন কি পারবেন না, এটি নির্ধারণ করবে ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তা ছাড়া এই মামলার সময়কাল দেখেই বোঝা যাচ্ছে এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা।’
সাকিবের পরিবার সূত্রে জানা গেছে, দ্রুতই তারা আইনজীবী নিয়োগ করে এই মামলায় সাকিবের জন্য আগাম জামিন চাইবে। আইনজীবী নিয়োগ করে এই মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার চেয়ে বিচারিক আদালত বরাবর আবেদন করারও চিন্তাভাবনা রয়েছে তাদের।
এদিকে বিসিবির নিজস্ব কোনো আইনজীবী না থাকায় সাকিবের মামলা ইস্যুতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
২৮ মিনিট আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে