Ajker Patrika

সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ নিয়ে ইংল্যান্ডের আপত্তি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০: ৪৫
সৌদির প্রস্তাবিত টি-টোয়েন্টি লিগ নিয়ে আপত্তি তুলেছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত
সৌদির প্রস্তাবিত টি-টোয়েন্টি লিগ নিয়ে আপত্তি তুলেছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি, টি-টেনের মতো লিগের কারণে ক্রিকেটাররা দম ফেলার ফুরসত পান না। এরই মধ্যে সৌদি আরব মোটা অঙ্কের টাকা খরচ করে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

অর্থের ঝনঝনানি, খ্যাতি ও ঐশ্বর্যে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) নিয়ে উন্মাদনা অনেক বেশি। আইপিএলকে টেক্কা দিতে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বলে শনিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজের’ এক প্রতিবেদনে জানা গেছে। এই লিগ আয়োজনে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস ৫০ কোটি ডলার (৬০৬৯ কোটি ৫২ লাখ টাকা) বিনিয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবিত বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আপত্তি তুলেছে। সিডনি মর্নিং হেরাল্ডকে গতকাল ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, ‘ব্যস্ত আন্তর্জাতিক সূচি, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে অনেক উদ্বেগ কাজ করছে। তাতে এমন পরিকল্পনার কোনো সুযোগই নেই। এমন কিছুকে আমরা সমর্থন দেব না।’

সৌদির বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ কবে শুরু হবে, সেটা জানা যায়নি এখনো। এই লিগ আয়োজন করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সবুজ সংকেতের প্রয়োজন হবে। ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) রাজি করাতে হবে। কারণ, আইপিএলের বাইরে অন্যান্য লিগ খেলতে ভারত তাদের খেলোয়াড় পাঠাতে চায় না।

‘দ্য এজ’-এর শনিবারের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রস্তাবিত বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে নিল ম্যাক্সওয়েল গত এক বছর ধরে কাজ করছেন। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যবস্থাপক হিসেবেও কাজ করছেন। এই লিগ আয়োজনের মূল লক্ষ্য নতুন রাজস্বের উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটের বিশ্বায়ন করা। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক ভিত্তি শক্ত করার বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এটি দারুণ অবদান রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত