নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়া, বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে না পারার ফল ঠিকই পেলেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ভারতের মেয়েদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে জিতেছে ভারত।
ছোট লক্ষ্য হলেও শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। প্রথম ওভারে মারুফা আক্তার তুলে নেন শেফালি ভার্মার উইকেট। দ্বিতীয় উইকেটও বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেমিমা রদ্রিগেজকে সরাসরি বোল্ড করেন সুলতানা খাতুন। ১৪ বলে ২১ রান করেন জেমিমা।
২১ রানের মধ্যে ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেট জুটিতে। ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রীত কৌর। সুলতানা খাতুনের বলে স্টাম্পড হয়ে স্মৃতি ৩৮ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক। এর আগে টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশের মেয়েরা।
অভিষিক্ত সাথী রানির সঙ্গে শামীমা সুলতানার ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৭ রান। ১৩ বলে ১৭ রান করে আউট হন শামীমা। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা। দলীয় ৫২ রানে পূজা ভাসতেকারের বলে বোল্ড হন আরেক ওপেনার সাথী। ২৬ বলে ৪ চারে ২২ রান করেন সাথী।
দুই ওপেনারের আউটের পর বাংলাদেশের রানের গতি ধীর হয়ে আসে। এর মধ্যে রান আউট হয়ে ফেরেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২ রানে রান আউট হন জ্যোতি। সুবহানের ইনিংসটাও ছিল ধীর গতির। ৩৩ বলে ২৩ রান করেছেন তিনি। বাংলাদেশের রানটা ভদ্রস্থ চেহারা পেয়েছে স্বর্না আক্তারের ২৮ রানের ইনিংসে। শেষদিকে ২৮ বলে ২ ছক্কায় এই রান করেন স্বর্না। তাঁকে সঙ্গ দেন রিতু মনি। ১৩ বলে ১১ রান করে রান আউট হয়েছেন তিনি। যদিও এই সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।
ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়া, বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে না পারার ফল ঠিকই পেলেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ভারতের মেয়েদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে জিতেছে ভারত।
ছোট লক্ষ্য হলেও শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। প্রথম ওভারে মারুফা আক্তার তুলে নেন শেফালি ভার্মার উইকেট। দ্বিতীয় উইকেটও বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেমিমা রদ্রিগেজকে সরাসরি বোল্ড করেন সুলতানা খাতুন। ১৪ বলে ২১ রান করেন জেমিমা।
২১ রানের মধ্যে ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেট জুটিতে। ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রীত কৌর। সুলতানা খাতুনের বলে স্টাম্পড হয়ে স্মৃতি ৩৮ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক। এর আগে টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশের মেয়েরা।
অভিষিক্ত সাথী রানির সঙ্গে শামীমা সুলতানার ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৭ রান। ১৩ বলে ১৭ রান করে আউট হন শামীমা। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা। দলীয় ৫২ রানে পূজা ভাসতেকারের বলে বোল্ড হন আরেক ওপেনার সাথী। ২৬ বলে ৪ চারে ২২ রান করেন সাথী।
দুই ওপেনারের আউটের পর বাংলাদেশের রানের গতি ধীর হয়ে আসে। এর মধ্যে রান আউট হয়ে ফেরেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২ রানে রান আউট হন জ্যোতি। সুবহানের ইনিংসটাও ছিল ধীর গতির। ৩৩ বলে ২৩ রান করেছেন তিনি। বাংলাদেশের রানটা ভদ্রস্থ চেহারা পেয়েছে স্বর্না আক্তারের ২৮ রানের ইনিংসে। শেষদিকে ২৮ বলে ২ ছক্কায় এই রান করেন স্বর্না। তাঁকে সঙ্গ দেন রিতু মনি। ১৩ বলে ১১ রান করে রান আউট হয়েছেন তিনি। যদিও এই সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে