Ajker Patrika

ভবিষ্যতে আরও বড় ইনিংস খেলবেন লিটন, রিশাদের আশা 

ভবিষ্যতে আরও বড় ইনিংস খেলবেন লিটন, রিশাদের আশা 

সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলেই গেছেন লিটন দাস। এক অঙ্কের ঘর থেকে দুই অঙ্ক গতকাল পেরিয়েছেন তিনি। তবে শুরুতে যে আশা জাগিয়েছিলেন, সেই অনুযায়ী ইনিংস আর বড় করতে পারেননি। এবার ব্যর্থ হলেও লিটন পরের ম্যাচে দারুণ ইনিংস খেলবেন বলে আশা করছেন রিশাদ হোসেন। 

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে লিটন নিজের প্রথম ৭ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৩ রান। ব্যক্তিগত ১৯ ও ২১ রানে জীবনও পান লিটন। বাংলাদেশের ব্যাটার দুইবারই জীবন পেয়েছেন সিকান্দার রাজার বলে। প্রথমবার আম্পায়ার্স কলে এলবিডব্লু থেকে বেঁচে যান লিটন। পরেরবার তাঁর (লিটন) ক্যাচ লংঅনে ছেড়েছেন লুক জংগুয়ে। তবু ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন লিটন। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে পাঁচ ইনিংস লিটন খেলেন, সেগুলোর মধ্যে গতকালের স্কোরটাই দ্বিতীয় সর্বোচ্চ। 

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদসম্মেলনে আসেন রিশাদ। লিটনের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রিশাদ বলেন, ‘দাদা (লিটন) সাধারণত যেরকম করে আসে, তেমনই ছিল। বাড়তি কোনো কিছু করেনি। সব ব্যাটারই চায় জীবন পেলে যেন সেটা (ইনিংস) একটু বড় করা যায়। দাদাও চেয়েছিল হয়তোবা। হয়নি। সামনে হবে ইনশাআল্লাহ।’ 

১৩৯ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ম্যাচ জিতেছে ৬ উইকেটে। জয়টাও এসেছে ১৯ তম ওভারের তৃতীয় বলে। মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয় পঞ্চম উইকেটে ২৯ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছেড়েছেন। মাহমুদউল্লাহ-হৃদয় দুজনের স্ট্রাইকরেট ছিল ১৪০ এর বেশি। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারেরই ১০০ এর কম স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ব্যাটিং করা কঠিন ছিল কি না, সেই প্রসঙ্গে রিশাদ বলেন, ‘না।

সবাই আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাসী ছিল। রান কম দেখে হয়ত মনে হচ্ছে এমন কিছু। নরমালি সব ঠিক ছিল। যেহেতু স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। ১৪০ রানের মত ছিল। এখানে বেশি ঝুঁকি নেওয়ার কোনো দরকার হয় না আমার মনে হয়। সাধারণত ৭, সাড়ে ৭ করে রান নিলে হয়। একটা বাউন্ডারি বল আসে সাধারণত। এভাবে হিসেব করে রান নিলে সাধারণত বের হয়ে যায় আরকি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত