Ajker Patrika

ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের নারী আম্পায়ার 

ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের নারী আম্পায়ার 

আম্পায়ারিং অবশ্য সু রেডফার্নের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন টুর্নামেন্টে এর আগেও আম্পায়ারিং করেছেন তিনি। রেডফার্নের কাছে এবারের উপলক্ষ্যটা আরও বড়। 

কাউন্টি ডিভিশন টু তে মঙ্গলবার কার্ডিফে শুরু হচ্ছে গ্লামরগান-ডার্বিশায়ার ম্যাচ। এই ম্যাচে আম্পায়ারিং করতে যাচ্ছেন রেডফার্ন। ইংল্যান্ডের ইতিহাসে ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হচ্ছেন তিনি। এর মাধ্যমে নিজের আম্পায়ারিং ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন রেডফার্ন, ‘এই সুযোগ পেতে আমি কঠোর পরিশ্রম করেছি। ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং করে ক্যারিয়ারকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। নতুন যে চ্যালেঞ্জ আসবে, সেটা আমি জানি। আমি এর জন্য প্রস্তুত। আমার এই পথচলা অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছি। সেরা আম্পায়ার হওয়া আমার লক্ষ্য।’ 

গত বছর প্রথমবারের মতো ইসিবির প্রথম পেশাদার নারী আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়েছেন রেডফার্ন। তার আগে কার্ডিফে ২০২১ সালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি। ইংল্যান্ডের মাঠে প্রথম নারী আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন রেডফার্ন। এরপর এ বছর গ্লুকেস্টারশায়ার-মিডলসেক্সের ম্যাচে আম্পায়ারিং করে ছেলেদের ভাইটালিস্টি ব্লাস্টে প্রথম নারী হিসেবে কাজ করেন তিনি। মেয়েদের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও আম্পায়ারিং করার রেকর্ড রয়েছে রেডফার্নের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত