Ajker Patrika

কোহলির আরও একটা রেকর্ড ভাঙলেন রোহিত

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০: ১৮
কোহলির আরও একটা রেকর্ড ভাঙলেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নতুন রেকর্ড করেই যাচ্ছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড গড়েছিলেন প্রথম ম্যাচে। ৩১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পথে সতীর্থ বিরাট কোহলির রেকর্ড ভাঙেন এই ওপেনার। এবার কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন টিম ইন্ডিয়া অধিনায়ক। ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে রোহিত সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি গড়েছেন গতকাল উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। অবশ্য রেকর্ড গড়ার ম্যাচটি তাঁর সুখকর হয়নি। ব্যাটিং করার সময় পিঠের টান রোহিতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। অসুস্থতায় ড্রেসিংরুমে ফেরার আগে যে রান করেছেন তাতেই ভেঙেছেন কোহলির রেকর্ড। ৫ বলে ১১ রান করতে করার পথে এক ছক্কা ও এক চার মারেন ৩৫ বছর বয়সী তারকা। ওবেদ ম্যাককয়ের বলে একমাত্র ছক্কা হাঁকিয়ে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন রোহিত। 

রোহিত ৩৪ ইনিংসে ৬০ ছক্কা হাঁকিয়েছেন। আর আগের রেকর্ডের মালিক কোহলি অধিনায়ক হিসেবে ৫৯ ছক্কা হাঁকিয়েছেন ৫০ ইনিংসে। ৩৪ ছক্কা নিয়ে তিন নম্বরে আছেন মাহেন্দ্র সিং ধোনি।

রোহিত অসুস্থ হয়ে ড্রেসিংরুমে ফিরলেও উইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিততে সমস্যা হয়নি তাঁর দলের। স্বাগতিকদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য সাত উইকেটে জিতেছে ভারত। ম্যাচ জিততে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনিংয়ে নামা সূর্যকুমার যাদব। তিনি ৭৬ রান করেছেন ৪৪ বলে। এ ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেছে সফরকারীরা। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে করে ১৬৪ রান। ৫০ বলে ৭৩ রান করেন দলের সর্বোচ্চ স্কোরার কাইল মায়ার্স। 

তবে চোট যে খুব গুরুত্ব নয় রোহিত ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চোট আছে। পরবর্তী ম্যাচ হবে কয়েক দিন পরে। আশা করি, এ সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত