Ajker Patrika

বোর্ডকে ‘কারণ দর্শানোর’ নোটিশের জবাব দিলেন পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬: ৫২
বোর্ডকে ‘কারণ দর্শানোর’ নোটিশের জবাব দিলেন পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ফখর জামানের সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে। বোর্ড গত সপ্তাহে তাঁকে দিয়েছে ‘কারণ দর্শানোর (শোকজ)’ নোটিশ। এক সপ্তাহ না পেরোতেই সেই নোটিশের জবাব দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

ফখরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বাবর আজমকে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে কথা বলার কারণে। ফখর গত রাতে নোটিশের জবাবে আবারও বাবরের পক্ষে কথা বলেছেন। জবাবে ফখর বলেন, ‘বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। আমি তাই বাধ্য হয়ে মতামত জানিয়েছি। আমার মতে কঠিন সময়ে বাবর আজমের আরও সুযোগ পাওয়া উচিত। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় সে। পিসিবি আমাদের প্রতিষ্ঠান। আমরা এটাকে সম্মান করি।’

মুলতানে ১৫ অক্টোবর হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই টেস্টের আগে বাবর, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি তিন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। বাবরকে বাদ দেওয়ার পর ফখর টুইট করেছিলেন, ‘বাবরের বাদ পড়ার প্রস্তাব শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির খারাপ সময় লেগেও ভারত তাঁকে বেঞ্চে বসায়নি। তখন তাঁর তিন সংস্করণে রান করেছেন গড়ে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আর আমরা আমাদের সেরা ব্যাটারকে সাইডলাইনে বসানোর বিবেচনা করছি, যে কি না পাকিস্তানের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। এটা দলের মধ্যে নেতিবাচক বার্তা ছড়ায়।’

৪ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে অস্ট্রেলিয়া সফরে ফখরকে ছাড়াই দল ঘোষণা করতে পারে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তানের’ গতকালের এক প্রতিবেদনে  ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি ফখর। তাঁকে ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে বলা হয়েছিল। তবে সেটা তিনি করতে পারেননি।

পার্থে ১০ নভেম্বর হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় ওয়ানডে। ব্রিসবেনে ১৪ নভেম্বর শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিডনি ও হোবার্টে ১৬ ও ১৮ নভেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত