Ajker Patrika

পাকিস্তানি পেসারের ভুল চিকিৎসার তদন্ত করবে পিসিবি

পাকিস্তানি পেসারের ভুল চিকিৎসার তদন্ত করবে পিসিবি

ক্রিকেটার হোক বা ফুটবলার, চোট বেশ প্রভাব ফেলে তাঁদের ক্যারিয়ারে। কারও কারও মাঠে ফিরতে দেরি হয়ে যায়। পাকিস্তানি তরুণ পেসার ইহসানউল্লাহর মাঠে ফিরতে দেরি হওয়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই ব্যাপারে তদন্ত করবে।

পিসিবি সভাপতি মোহসিন নাকভি আজ একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন। পিসিবির মেডিকাল সাপোর্ট টিম ইহসানউল্লাহর যে চিকিৎসা করেছে সেটা মূল্যায়ন করবে। জাভেদ আকরাম, রানা দিলাওয়াইজ, মুমরাইজ নাকশবান্দ—মেডিকাল বোর্ডে আছেন তিন চিকিৎসক। মেডিকাল বোর্ডের প্রাথমিক লক্ষ্য ইহসানউল্লাহকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়া। বোর্ড তৎক্ষণাৎ চিকিৎসার জন্য আলাদা এক পরিকল্পনাও করবে বলে জানা গেছে। দীর্ঘদিন কনুইয়ের চোটে ভুগতে থাকা ইহসানউল্লাহ কদিন আগে চিকিৎসার জন্য যান লন্ডনে। পিসিবি নিশ্চিত করেছে যে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের খরচ তারা বহন করবে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইহসানউল্লাহর অভিষেক হয় ২০২৩ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন তিনি। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন ইহসানউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেই গত বছরের ২৯ এপ্রিল ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। কনুইয়ের চোটে পড়ে পেশাদার ক্রিকেটে এরপর থেকেই বাইরে ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চলতি বছর পাকিস্তান সুপার লিগও (পিএসএল) তিনি খেলতে পারেননি।

ইহসানউল্লাহর চোট নিয়ে পিসিবির মেডিকাল বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছিলেন পিএসএলের মুলতান সুলতানসের মালিক আলি তারিন। ক্রিকইনফোকে তারিন জানিয়েছেন যে স্ক্যান করেও পিসিবির মেডিকাল বিভাগ ইহসানউল্লাহর কনুইয়ের চিড় ধরতে পারেনি। তারিন যে পিসিবির মেডিকাল বিভাগের দিকে আঙুল তুলেছেন, সেই বিভাগের প্রধান ছিলেন সেলিম সোহেল। তবে ইহসানউল্লাহর চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিলেন সেলিম।

আরও পড়ুন:

  • তরুণ পাকিস্তানি ক্রিকেটারের গুরুতর চোট, অভিযোগ পিসিবির দিকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত