ঢাকা: বয়স তাঁর কতই–বা হয়েছিল? ৩৬! এটা কি চলে যাওয়ার সময়? বিবেক যাদব এই অসময়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ভারতীয় লেগ স্পিনার দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। কদিন আগে কেমোথেরাপি নিতে গিয়ে আক্রান্ত হলেন করোনায়। কাল বিবেকের জীবন প্রদীপ নিভে গেল ৩৬ বছর বয়সে।
দুই বছর যকৃত ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বিবেক। কেমোথেরাপি নিয়ে কন্যা–স্ত্রী নিয়ে ভালোই ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে লড়াইটা আর চালাতে পারলেন না। তাঁর সতীর্থ রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে ওর লিভার ক্যান্সার ধরা পড়ে। তবে সেরে উঠছিল। কিছুদিন আগেও কেমোথেরাপি নিতে হাসপাতালে গিয়েছিল, তখনই কোভিড ধরা পড়ে। এর পরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।’
২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। খেলেছেন ২০১২ পর্যন্ত। পাঁচ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩.১৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রাজস্থানের রঞ্জিজয়ী দলেরও সসদ্য ছিলেন। ৮ টি ‘লিস্ট এ’ ও ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।
করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের ভারতের এক ক্রীড়া সাংবাদিকও। রুচিরা মিশ্র নামের এই সাংবাদিক ‘টাইমস অব ইন্ডিয়া’তে কাজ করতেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাভার করলেও প্রথম শ্রেণির ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিও বেশ টান ছিল তাঁর।
ঢাকা: বয়স তাঁর কতই–বা হয়েছিল? ৩৬! এটা কি চলে যাওয়ার সময়? বিবেক যাদব এই অসময়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ভারতীয় লেগ স্পিনার দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। কদিন আগে কেমোথেরাপি নিতে গিয়ে আক্রান্ত হলেন করোনায়। কাল বিবেকের জীবন প্রদীপ নিভে গেল ৩৬ বছর বয়সে।
দুই বছর যকৃত ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বিবেক। কেমোথেরাপি নিয়ে কন্যা–স্ত্রী নিয়ে ভালোই ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে লড়াইটা আর চালাতে পারলেন না। তাঁর সতীর্থ রাজস্থানের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি বলেছেন, ‘দুই বছর আগে ওর লিভার ক্যান্সার ধরা পড়ে। তবে সেরে উঠছিল। কিছুদিন আগেও কেমোথেরাপি নিতে হাসপাতালে গিয়েছিল, তখনই কোভিড ধরা পড়ে। এর পরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।’
২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। খেলেছেন ২০১২ পর্যন্ত। পাঁচ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩.১৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রাজস্থানের রঞ্জিজয়ী দলেরও সসদ্য ছিলেন। ৮ টি ‘লিস্ট এ’ ও ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের সদস্য ছিলেন বিবেক।
করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের ভারতের এক ক্রীড়া সাংবাদিকও। রুচিরা মিশ্র নামের এই সাংবাদিক ‘টাইমস অব ইন্ডিয়া’তে কাজ করতেন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাভার করলেও প্রথম শ্রেণির ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিও বেশ টান ছিল তাঁর।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৬ ঘণ্টা আগে