নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ গত পাঁচ মাসে যতবারই সংবাদ সম্মেলনে এসেছেন ততবারই দেখা গেছে হাসিখুশি। কোনো কোনো সময় প্রশ্নের জবাবে মজা করতেও ভুলেননি। বিশ্বকাপের আগেরদিনও বাংলাদেশ অধিনায়কের মুখে লেগে ছিল হাসির ছটা। স্কটল্যান্ড-ধাক্কায় মাহমুদউল্লাহর মুখের সব হাসি উবে গেছে। গতকাল ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক এমন বিধ্বস্ত ছিলেন, সংবাদ সম্মেলনে জড়িয়ে যাচ্ছিল কথা, বারবার ভুলে যাচ্ছিলেন প্রশ্ন।
এমন হওয়াটাই তো যেন স্বাভাবিক। বাংলাদেশ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গেছে বড় কিছুর আশা নিয়ে। সেখানে কিনা প্রথম পরীক্ষাতেই ফেল! তাও স্কটল্যান্ডের মতো তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের কাছে। এমন হার মানতে না পারা মাহমুদউল্লাহ ম্যাচ শেষে জানিয়েছেন কোথায় তাঁদের ভুল ছিল।
গত কিছুদিনের ব্যাটিং ব্যর্থতা মুছে কাল দুর্দান্ত ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু উইকেটে থিতু হয়ে ফেরেন ৩৮ রানে। মুশি আউট হতেই খেলা থেকেও প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ তাই বলেছেন, 'আমার মনে হয় মুশফিকের উইকেটটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। মুশি ভালোই খেলছিল। একজন সেট ব্যাটার উইকেটে থাকাটা খুবই জরুরি।'
বোলাররা দুর্দান্ত বোলিং করলেও বাংলাদেশ ডুবেছে ব্যাটারদের ভুলে। মাহমুদউল্লাহও মানছেন তা, 'ব্যাটিংটা আমাদের খুবই হতাশাজনক হয়েছে। এটা আসলেই চিন্তার বিষয়। আমাদের আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে। চেষ্টা করতে হবে এসব ভুল যেন সামনের ম্যাচে আর না হয়।' ম্যাচ হারলেও সতীর্থ বোলারদের জন্য প্রশংসা বরাদ্দ রাখলেন মাহমুদউল্লাহ, 'আমার মনে হয় বোলাররা ঠিক পথেই ছিল। তারা ৬০ রানের ভেতরই ৬ উইকেট ফেলে দিতে পেরেছে। কিন্তু এরপর বড় পার্টনারশিপ দাঁড়িয়ে গিয়েছে। আমি মনে করি স্কটল্যান্ডের ওই দুই ব্যাটার আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে।'
স্কটল্যান্ডের কাছে হেরে কতটা হতাশ সেটিও লুকাননি মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'খুবই হতাশাজনক। আমি মনে করি ফ্ল্যাট উইকেটে ১৪০ তাড়া করার মতো স্কোর।
আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।'
এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান মাহমুদউল্লাহ। বলেছেন, 'আমরা এখন যদি এই জিনিসগুলো খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুল গুলো করি, তাহলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত। আমরা সেই ভুলগুলো শুধরে সামনের ম্যাচে কাজে লাগাব।'
অবশ্য বাংলাদেশের সামনে ভুল করার আর সুযোগও নেই। প্রথম ম্যাচে হেরে হিসাব কঠিন কনে ফেলা বাংলাদেশের সামনে এখন ভুল করা মানেই বাছাইপর্ব শেষেই দেশে ফেরা!
মাহমুদউল্লাহ রিয়াদ গত পাঁচ মাসে যতবারই সংবাদ সম্মেলনে এসেছেন ততবারই দেখা গেছে হাসিখুশি। কোনো কোনো সময় প্রশ্নের জবাবে মজা করতেও ভুলেননি। বিশ্বকাপের আগেরদিনও বাংলাদেশ অধিনায়কের মুখে লেগে ছিল হাসির ছটা। স্কটল্যান্ড-ধাক্কায় মাহমুদউল্লাহর মুখের সব হাসি উবে গেছে। গতকাল ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক এমন বিধ্বস্ত ছিলেন, সংবাদ সম্মেলনে জড়িয়ে যাচ্ছিল কথা, বারবার ভুলে যাচ্ছিলেন প্রশ্ন।
এমন হওয়াটাই তো যেন স্বাভাবিক। বাংলাদেশ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গেছে বড় কিছুর আশা নিয়ে। সেখানে কিনা প্রথম পরীক্ষাতেই ফেল! তাও স্কটল্যান্ডের মতো তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের কাছে। এমন হার মানতে না পারা মাহমুদউল্লাহ ম্যাচ শেষে জানিয়েছেন কোথায় তাঁদের ভুল ছিল।
গত কিছুদিনের ব্যাটিং ব্যর্থতা মুছে কাল দুর্দান্ত ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু উইকেটে থিতু হয়ে ফেরেন ৩৮ রানে। মুশি আউট হতেই খেলা থেকেও প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ তাই বলেছেন, 'আমার মনে হয় মুশফিকের উইকেটটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। মুশি ভালোই খেলছিল। একজন সেট ব্যাটার উইকেটে থাকাটা খুবই জরুরি।'
বোলাররা দুর্দান্ত বোলিং করলেও বাংলাদেশ ডুবেছে ব্যাটারদের ভুলে। মাহমুদউল্লাহও মানছেন তা, 'ব্যাটিংটা আমাদের খুবই হতাশাজনক হয়েছে। এটা আসলেই চিন্তার বিষয়। আমাদের আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে। চেষ্টা করতে হবে এসব ভুল যেন সামনের ম্যাচে আর না হয়।' ম্যাচ হারলেও সতীর্থ বোলারদের জন্য প্রশংসা বরাদ্দ রাখলেন মাহমুদউল্লাহ, 'আমার মনে হয় বোলাররা ঠিক পথেই ছিল। তারা ৬০ রানের ভেতরই ৬ উইকেট ফেলে দিতে পেরেছে। কিন্তু এরপর বড় পার্টনারশিপ দাঁড়িয়ে গিয়েছে। আমি মনে করি স্কটল্যান্ডের ওই দুই ব্যাটার আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে।'
স্কটল্যান্ডের কাছে হেরে কতটা হতাশ সেটিও লুকাননি মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'খুবই হতাশাজনক। আমি মনে করি ফ্ল্যাট উইকেটে ১৪০ তাড়া করার মতো স্কোর।
আমি হতাশ। এই মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।'
এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান মাহমুদউল্লাহ। বলেছেন, 'আমরা এখন যদি এই জিনিসগুলো খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুল গুলো করি, তাহলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত। আমরা সেই ভুলগুলো শুধরে সামনের ম্যাচে কাজে লাগাব।'
অবশ্য বাংলাদেশের সামনে ভুল করার আর সুযোগও নেই। প্রথম ম্যাচে হেরে হিসাব কঠিন কনে ফেলা বাংলাদেশের সামনে এখন ভুল করা মানেই বাছাইপর্ব শেষেই দেশে ফেরা!
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
৬ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৮ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১২ ঘণ্টা আগে