ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চার দিনে শেষ হওয়া যেন এক নিয়মে পরিণত হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন ভেন্যুতে তিন টেস্টেরই ফল এসেছে চার দিনে। যার মধ্যে হায়দরাবাদে ইংল্যান্ড প্রথম ম্যাচে পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়। পরের দুই ম্যাচে ভারত জিতেছে তিন অঙ্কের ব্যবধানে।
রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। যেখানে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস। যেখানে ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের নবম ওভারেই জ্যাক ক্রলির উইকেট চলে যায়। ওভারের দ্বিতীয় বলে ক্রলির বিপক্ষে জসপ্রীত বুমরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক সময় নিয়ে আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ করেন ক্রলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় বল আঘাত করেছে লেগস্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে তখন আউট হয়ে যান ক্রলি।
আউট হয়ে ক্রলি যেমন অসন্তোষ প্রকাশ করেন, এরপর ম্যাচ শেষেও দেখা গেছে এর রেশ। ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসকে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘জ্যাকের ডিআরএস নিয়ে আমরা স্পষ্ট কিছু জানতে চেয়েছিলাম যখন ছবিগুলো পেলাম। রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্টাম্প মিস করতে যাচ্ছে। তাই যখন এখানে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল আসলেই যখন স্টাম্পে লাগতে যাচ্ছিল না, আমরা কিছুটা অবাক হয়ে যাই। হক আই থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।’
স্টোকস আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে তিনবার আম্পায়ার্স কল গেছে। এটা ডিআরএসের অংশ। কখনো আপনার পক্ষে যাবে তা কখনো বা সেটা বিপক্ষে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই গেছে সেটা। তবে আমি বলছি না এবং কখনোই বলব না যে একারণেই আমরা ম্যাচ হেরেছি। কারণ ৫০০ অনেক রান এখানে।’
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ ধর্মশালায় হবে সিরিজের পঞ্চম টেস্ট।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চার দিনে শেষ হওয়া যেন এক নিয়মে পরিণত হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন ভেন্যুতে তিন টেস্টেরই ফল এসেছে চার দিনে। যার মধ্যে হায়দরাবাদে ইংল্যান্ড প্রথম ম্যাচে পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়। পরের দুই ম্যাচে ভারত জিতেছে তিন অঙ্কের ব্যবধানে।
রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। যেখানে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস। যেখানে ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের নবম ওভারেই জ্যাক ক্রলির উইকেট চলে যায়। ওভারের দ্বিতীয় বলে ক্রলির বিপক্ষে জসপ্রীত বুমরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক সময় নিয়ে আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ করেন ক্রলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় বল আঘাত করেছে লেগস্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে তখন আউট হয়ে যান ক্রলি।
আউট হয়ে ক্রলি যেমন অসন্তোষ প্রকাশ করেন, এরপর ম্যাচ শেষেও দেখা গেছে এর রেশ। ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসকে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘জ্যাকের ডিআরএস নিয়ে আমরা স্পষ্ট কিছু জানতে চেয়েছিলাম যখন ছবিগুলো পেলাম। রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্টাম্প মিস করতে যাচ্ছে। তাই যখন এখানে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল আসলেই যখন স্টাম্পে লাগতে যাচ্ছিল না, আমরা কিছুটা অবাক হয়ে যাই। হক আই থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।’
স্টোকস আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে তিনবার আম্পায়ার্স কল গেছে। এটা ডিআরএসের অংশ। কখনো আপনার পক্ষে যাবে তা কখনো বা সেটা বিপক্ষে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই গেছে সেটা। তবে আমি বলছি না এবং কখনোই বলব না যে একারণেই আমরা ম্যাচ হেরেছি। কারণ ৫০০ অনেক রান এখানে।’
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ ধর্মশালায় হবে সিরিজের পঞ্চম টেস্ট।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে