Ajker Patrika

সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে দুবাইয়ে মাহমুদউল্লাহরা

সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে দুবাইয়ে মাহমুদউল্লাহরা

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্ব শেষ করেছে বাংলাদেশ। এবার মাহমুদউল্লাহ-সাকিবদের মিশন সংযুক্ত আরব আমিরাত। এখানেই সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচ খেলবেন বাংলাদেশ দল। গতকালের ম্যাচের পর আজ বিকেলে মাসকাট থেকে দুবাইয়ে আসে বাংলাদেশ। 

বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা দুবাই শহরের ক্রাউন প্লাজা হোটেল। আগামী পরশু রবিবার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহমুদউল্লাহদের সুপার টুয়েলভ অভিযান। এই পর্বে সাকিবদের বাকি চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুতে অবশ্য আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড পেরোতে পারলেই সুপার টুয়েলভে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘২ ’-এ থাকা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। 

তবে টুর্নামেন্টের মাঝপথে নিয়মে বদল করে আইসিসি। ফলে নতুন নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে রানার্সআপ হয়ে বাংলাদেশ এখন খেলবে গ্রুপ ‘১’-এ। গ্রুপ বদলে যাওয়ায় বদলে গেছে বাংলাদেশের ম্যাচ সূচিও। এখন সবগুলোই ম্যাচেই হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত