এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।
মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা।
দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’
পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার।
জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)।
পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।
মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা।
দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’
পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার।
জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)।
পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১২ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৪৪ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে