Ajker Patrika

ডি ভিলিয়ার্সের চোখে পন্ত-জাদেজার পাল্টা আক্রমণই সেরা

ডি ভিলিয়ার্সের চোখে পন্ত-জাদেজার পাল্টা আক্রমণই সেরা

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা। 

মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা। 

দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত। 

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’ 

পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার। 

জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)। 

পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত