হলুদ পাঞ্জাবি পরা প্যাট কামিন্সকে দেখলে কে বলবেন তিনি অস্ট্রেলিয়ান? এই পোশাকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে যে আগাগোড়া বাঙালি মনে হচ্ছিল। কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার গতকাল এই সাজেই সতীর্থদের সঙ্গে বাংলা নববর্ষ উদ্যাপন করেছেন।
নববর্ষের সকালে কেকেআরের ভিডিওতে দেখা যায়, হলুদ পাঞ্জাবি পরে ফটোশুট সারছেন কামিন্স। এই পোশাকে তাঁর দিক থেকে চোখই সরানো দায়! এরই মধ্যে মিষ্টি নিয়ে আসেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি বলেন, ‘এক মিনিট, এক মিনিট, ফটোশুট তো চলতেই থাকবে, শুভ নববর্ষ প্যাট। আজ বাংলা নববর্ষ। আমরা আজ মিষ্টি খাই। তুমিও খাও।’
এরপর কামিন্সকে নিজ হাতে রসগোল্লা খাইয়ে দেন শ্রেয়াস। খাওয়ার আগে মজা করে কামিন্স জানতে চান, ‘তুমি বানিয়েছ কি?’ শ্রেয়াস তখন মজা করে বলেন, ‘হ্যাঁ, তা তুমি বলতে পারো।’ রসগোল্লা মুখে নিয়ে কামিন্স বলেন, ‘এটা দারুণ তো!’ শ্রেয়াস এরপর যেতে লাগলে অস্ট্রেলিয়ান তারকা তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘এই কোথায় যাচ্ছ তুমি? আমি পুরোটা শেষ করব।’ কিন্তু শ্রেয়াস তাঁর কথা না পাত্তা দিয়ে চলে যান। তখন কামিন্স বাংলায় ‘শুভ নববর্ষ’ বলে সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান।
আরেক অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চও পিছিয়ে ছিলেন না। বাংলায় শুভ নববর্ষ বলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কও। এরপর সন্দেশ আর রসগোল্লা খেয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ফিঞ্চও।
হলুদ পাঞ্জাবি পরা প্যাট কামিন্সকে দেখলে কে বলবেন তিনি অস্ট্রেলিয়ান? এই পোশাকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে যে আগাগোড়া বাঙালি মনে হচ্ছিল। কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার গতকাল এই সাজেই সতীর্থদের সঙ্গে বাংলা নববর্ষ উদ্যাপন করেছেন।
নববর্ষের সকালে কেকেআরের ভিডিওতে দেখা যায়, হলুদ পাঞ্জাবি পরে ফটোশুট সারছেন কামিন্স। এই পোশাকে তাঁর দিক থেকে চোখই সরানো দায়! এরই মধ্যে মিষ্টি নিয়ে আসেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি বলেন, ‘এক মিনিট, এক মিনিট, ফটোশুট তো চলতেই থাকবে, শুভ নববর্ষ প্যাট। আজ বাংলা নববর্ষ। আমরা আজ মিষ্টি খাই। তুমিও খাও।’
এরপর কামিন্সকে নিজ হাতে রসগোল্লা খাইয়ে দেন শ্রেয়াস। খাওয়ার আগে মজা করে কামিন্স জানতে চান, ‘তুমি বানিয়েছ কি?’ শ্রেয়াস তখন মজা করে বলেন, ‘হ্যাঁ, তা তুমি বলতে পারো।’ রসগোল্লা মুখে নিয়ে কামিন্স বলেন, ‘এটা দারুণ তো!’ শ্রেয়াস এরপর যেতে লাগলে অস্ট্রেলিয়ান তারকা তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘এই কোথায় যাচ্ছ তুমি? আমি পুরোটা শেষ করব।’ কিন্তু শ্রেয়াস তাঁর কথা না পাত্তা দিয়ে চলে যান। তখন কামিন্স বাংলায় ‘শুভ নববর্ষ’ বলে সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান।
আরেক অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চও পিছিয়ে ছিলেন না। বাংলায় শুভ নববর্ষ বলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কও। এরপর সন্দেশ আর রসগোল্লা খেয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ফিঞ্চও।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৯ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে