Ajker Patrika

হলুদ পাঞ্জাবিতে নববর্ষের সাজে ‘বাঙালি’ কামিন্স! 

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬: ২২
হলুদ পাঞ্জাবিতে নববর্ষের সাজে ‘বাঙালি’ কামিন্স! 

হলুদ পাঞ্জাবি পরা প্যাট কামিন্সকে দেখলে কে বলবেন তিনি অস্ট্রেলিয়ান? এই পোশাকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে যে আগাগোড়া বাঙালি মনে হচ্ছিল। কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার গতকাল এই সাজেই সতীর্থদের সঙ্গে বাংলা নববর্ষ উদ্‌যাপন করেছেন। 

নববর্ষের সকালে কেকেআরের ভিডিওতে দেখা যায়, হলুদ পাঞ্জাবি পরে ফটোশুট সারছেন কামিন্স। এই পোশাকে তাঁর দিক থেকে চোখই সরানো দায়! এরই মধ্যে মিষ্টি নিয়ে আসেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি বলেন, ‘এক মিনিট, এক মিনিট, ফটোশুট তো চলতেই থাকবে, শুভ নববর্ষ প্যাট। আজ বাংলা নববর্ষ। আমরা আজ মিষ্টি খাই। তুমিও খাও।’ 

এরপর কামিন্সকে নিজ হাতে রসগোল্লা খাইয়ে দেন শ্রেয়াস। খাওয়ার আগে মজা করে কামিন্স জানতে চান, ‘তুমি বানিয়েছ কি?’ শ্রেয়াস তখন মজা করে বলেন, ‘হ্যাঁ, তা তুমি বলতে পারো।’ রসগোল্লা মুখে নিয়ে কামিন্স বলেন, ‘এটা দারুণ তো!’ শ্রেয়াস এরপর যেতে লাগলে অস্ট্রেলিয়ান তারকা তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘এই কোথায় যাচ্ছ তুমি? আমি পুরোটা শেষ করব।’ কিন্তু শ্রেয়াস তাঁর কথা না পাত্তা দিয়ে চলে যান। তখন কামিন্স বাংলায় ‘শুভ নববর্ষ’ বলে সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান। 

আরেক অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চও পিছিয়ে ছিলেন না। বাংলায় শুভ নববর্ষ বলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কও। এরপর সন্দেশ আর রসগোল্লা খেয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ফিঞ্চও।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত