রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে