Ajker Patrika

নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ক্রাইস্টচার্চে শেষ টেস্টে টম লাথামের ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে দিশেহারা বাংলাদেশ। ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার আরও ২৯৫ রান। 

কিউইদের রান পাহাড় মাথায় নিয়ে বাংলাদেশের শুরুটা যাচ্ছেতাই। ইনিংসেই দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম (৭)। পরের ওভারে টিম সাউদির শিকার মোহাম্মদ নাইম। অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। সুবিধা করতে পারেনি নাজমুল হাসান শান্তও। ব্যক্তিগত চার রান করে তিনিও বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দিয়েছেন। বোল্ট-সাউদি-বোল্টের পর সাউদি এবার তুলে নেন মুমিনুলকে। শান্তর মতো টেস্ট অধিনায়কও ফিরেছেন ০ রানে।

 দলীয় ১১ রানের গেরোতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে লিটন দাস আর ইয়াসির রাব্বি যখন প্রতিরোধের চেষ্টা করছেন তখন আবারও চক্রাকারে হন্তারক হয়ে আসেন বোল্ট। দলীয় ২৭ রানে বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন (৮)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪। উইকেটে রাব্বির সঙ্গে আছেন নুরুল হাসান সোহান।

এর আগে আগেরদিন ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। আজ ৫ উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে ১৭২ রান। সেটিও ৩৮.৫ ওভারেই। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। অন্যটি নেন মুমিনুল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত