Ajker Patrika

মেয়াদ বাড়ল বিসিবির তিন নির্বাচকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়াদ বাড়ল বিসিবির তিন নির্বাচকের

বিসিবির নির্বাচক প্যানেলের মেয়াদ বেড়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তিন জাতীয় নির্বাচকের সঙ্গে শিগগির যোগ হচ্ছেন আরও দুজন। তাঁরা বয়স ভিত্তিক পর্যায়ে দেখাশোনা করবেন। বর্তমানে নির্বাচক প্যানেলে তিন সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক।

২০১১ সাল থেকেই জাতীয় দলের নির্বাচক প্যানেলে আছেন নান্নু-বাশার। ২০১৭ সাল পর্যন্ত নান্নু দুই প্রধান নির্বাচক আকরাম খান ও ফারুক আহমেদের অধীনে কাজ করেছেন। নান্নু-বাশার রাজ্জাক যোগ হয়েছেন গত বছর শুরুর দিকে। ২০১৭ সালে ফারুক পদত্যাগের পর প্রধান নির্বাচকের দায়িত্ব পান নান্নু। কয়েক দফা মেয়াদ বেড়ে যা এখনো চলছে।

গত বছর ডিসেম্বরে নান্নু-বাশারের মেয়াদ শেষ হলেও কাজ চালিয়ে যেতে বলে বিসিবি। এবার আনুষ্ঠানিকভাবে সেটির মেয়াদ বাড়ল। আজ বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ‘আজকের সভার গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচক প্যানেল। এখন আমাদের প্যানেলে তিনজন আছে। আমরা ক্রিকেট পরিচালনা বিভাগকে বলেছিলাম, ‘‘নতুন কারও নাম সুপারিশ করতে।'' তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে তাই দায়িত্বের জন্য খুঁজে পাওয়া যায়নি।’

নির্বাচক প্যানেলের মেয়াদ নিয়ে পাপন আরও বলেন, ‘পরিচালনা বিভাগ থেকে প্রস্তাব দেওয়া হয়, ‘‘বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক।’’ এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। তিনজনের সঙ্গে আরও দুজন নির্বাচক বাড়ানো হবে। এখন আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। জাতীয় দলের খেলাই অনেক। এ জন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত