Ajker Patrika

শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই, দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই, দাবি সুজনের

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে দুর্বল দাবি করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। একই সঙ্গে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের ভালো কোনো বোলার নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এমন মন্তব্য করেন লঙ্কান অধিনায়ক।

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচে যে দল জিতবে, তারাই চলে যাবে সুপার ফোরে। এমন লড়াইয়ের আগে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে প্রশ্ন ছিল দাসুনের মন্তব্য নিয়ে। সুজনের জবাব, বাংলাদেশের দু’জন থাকলেও শ্রীলঙ্কার তাও নেই।

আজ দুবাইতে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘জানি না দাসুন (শানাকা) কেন এটা বলেছে। নিশ্চিতভাবে আফগানিস্তান ভালো টি-টোয়েন্টি দল, তাই হয়তো বলেছে।’ 

‘সে (দাসুন শানাকা) আরও বলছে, আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দু’জন আছে, এটা তো ভালো। আমি মনে করি না, তাদের আমাদের মতো বিশ্বমানের বোলার আছে, যারা মোস্তাফিজ এবং সাকিবের মতো, ’ যোগ করেন সুজন।

তবে এসব মন্তব্যকে পাশে রেখে ম্যাচেই মনোযোগী বাংলাদেশ। সেটাই জানালের সুজন, ‘কোন দলে কারা আছে, সেটা ভাবনার বিষয় নয়। মাঠে আপনি কীভাবে খেলবেন, সেটাই বড় ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত