শেষ এক সপ্তাহ ধরেই পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্র বিন্দুতে শাহিন শাহ আফ্রিদি। তাঁর হাঁটুর চোটের চিকিৎসা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও তাঁর হবু শ্বশুর শহীদ আফ্রিদির মধ্যে পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগ চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য কঠোর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই ফার্স্ট বোলার। ঠিক এই সময়েই দেশটির সাবেক পেসার আকিব জাভেদ তাঁকে এবারের বিশ্বকাপে না খেলার পরামর্শ দিচ্ছেন।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন আকিব। তাঁর মতে, সে বিশ্বকাপে খেললে শাহিনের চোট আরও বাড়তে পারে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী পেসার বলেছেন,‘শাহিনের মতো ফার্স্ট বোলার প্রতিদিন জন্ম নেন না। আমার পরামর্শ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সে না খেলে। এ বিশ্বকাপের চেয়েও সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
শাহিনকে দলে রেখে ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি এই ফার্স্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে পাচ্ছে না পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাঁকে পুরোনোরূপে ফিরে পাবে এমটা আশা করছে পাকিস্তান। নিজেও বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ আছেন। সে অনুযায়ী নিজেকে প্রস্তুতও করছেন তিনি। বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শাহিন।
শেষ এক সপ্তাহ ধরেই পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্র বিন্দুতে শাহিন শাহ আফ্রিদি। তাঁর হাঁটুর চোটের চিকিৎসা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও তাঁর হবু শ্বশুর শহীদ আফ্রিদির মধ্যে পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগ চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য কঠোর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই ফার্স্ট বোলার। ঠিক এই সময়েই দেশটির সাবেক পেসার আকিব জাভেদ তাঁকে এবারের বিশ্বকাপে না খেলার পরামর্শ দিচ্ছেন।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন আকিব। তাঁর মতে, সে বিশ্বকাপে খেললে শাহিনের চোট আরও বাড়তে পারে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী পেসার বলেছেন,‘শাহিনের মতো ফার্স্ট বোলার প্রতিদিন জন্ম নেন না। আমার পরামর্শ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সে না খেলে। এ বিশ্বকাপের চেয়েও সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
শাহিনকে দলে রেখে ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি এই ফার্স্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে পাচ্ছে না পাকিস্তান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাঁকে পুরোনোরূপে ফিরে পাবে এমটা আশা করছে পাকিস্তান। নিজেও বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ আছেন। সে অনুযায়ী নিজেকে প্রস্তুতও করছেন তিনি। বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শাহিন।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
৫ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
৬ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
১১ ঘণ্টা আগে