Ajker Patrika

রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ক্যালিস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৩১
রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ক্যালিস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত, যা ভারতের সর্বশেষ আইসিসি ট্রফি জয়। এরপর থেকে বৈশ্বিক টুর্নামেন্টের গল্পগুলো শুধুই হতাশার। তিনবার রানার্সআপ তো হয়েছেই, তিনবার সেমিফাইনালেই বিদায় নেয় ভারত। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। তবে জ্যাক ক্যালিস মনে করেন, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ভারতের রয়েছে। 

ক্যালিস বলেন, ‘ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলছে। নিঃসন্দেহে বিশ্বকাপে তারা অন্যতম ফেবারিট হিসেবে খেলবে। তবে বিশ্বকাপে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। আমি মনে করি, ফেবারিট হওয়ার মতো দল ভারত। তারা ভালো দল। বিশ্বকাপে আপনার ভাগ্যেরও প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলতে হবে। নিশ্চিতভাবে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে।’ 

ভারতের বিশ্বকাপের মূল স্কোয়াডে তিন স্পিনার আছেন। তাঁরা হচ্ছেন যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। এ ছাড়া তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণুই আছেন স্ট্যান্ডবাই তালিকায়। বিশ্বকাপে স্পিনারদের ভূমিকা প্রসঙ্গে ক্যালিস বলেন, ‘প্রতিটি দলেরই সময় অনুযায়ী স্পিনার বা পেসাররা রাজত্ব করে।’ 

২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। তা ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তো আছেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত