তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে