তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
তারকাবহুল দল নিয়ে ১০০ রানও করতে পারল না ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-ক্রিস গেইলদের ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ১৫৮ রানের জবাবে বরিশাল অলআউট হয়েছে ৯৫ রানে। দারুণ ছন্দে থাকা কুমিল্লা জিতেছে ৬৩ রানে।
টানা দুই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কুমিল্লা। আর টানা দুই হারে বরিশাল নেমে গেছে তলানিতে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যায় বরিশাল।
আগে ব্যাট করতে নেমে ৩৩ রানের জুটি গড়েন কুমিল্লার দুই ওপেনার। ১৯ রান করা ক্যামেরুন ডেলপোর্টের বিদায়ে ভাঙে এ জুটি। ৬ রানের বেশি যোগ করতে পারেননি ফাফ ডু প্লেসিও। দলীয় ৭১ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। দলীয় ১১৫ রানে ফেরেন জয়। ৩৫ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৭ রান করে আউট হন মুমিনুল। শেষ দিকে আফগান অলরাউন্ডার করিম জানাতের অপরাজিত ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা।
জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সৈকত আলী। দারুণ বোলিং করা নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বরিশালের অধিনায়ক সাকিব (১)। আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস গেইল করেন ৭ রান। শান্ত ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় বরিশাল থামে ৯৫ রানে। ৫ রান ৩ উইকেট নেন নাহিদুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০ ওভারে ১৫৮ /৭
জয় ৪৮, করিম ২৯ *
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫
ফরচুন বরিশাল
১৭.৩ ওভারে ৯৫ অলআউট
শান্ত ৩৬, হৃদয় ১৯
নাহিদুল ৩/৫, তানভীর ২/১৯
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে