Ajker Patrika

টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনায় ভারতীয়দের দুঃখ প্রকাশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮: ৩৩
টাইগার শোয়েবকে হেনস্তার ঘটনায় ভারতীয়দের দুঃখ প্রকাশ

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে একদল ভারতীয় সমর্থকের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বাংলাদেশের ‘টাইগার শোয়েব’খ্যাত সমর্থক শোয়েব আলী বুখারি। তাঁকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

গত বৃহস্পতিবার ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে যথারীতি বাংলাদেশ দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটের নিয়মিত সমর্থক টাইগার শোয়েব। বাঘের হলুদ-কালো ডোরাকাটা পোশাক পরা শোয়েবের সঙ্গে ছিল বাঘের একটি পুতুলও। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শোয়েবের সেই বাঘের পুতুল নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে টানাহেঁচড়া করছেন একদল ভারতীয় সমর্থক। টানাটানিতে একপর্যায়ে বাঘের পুতুল ছিঁড়ে গিয়ে বের হয়ে গেছে তুলা। ছেঁড়া বাঘকে শেষে ছুড়েও ফেলে দেয় সেই সমর্থকেরা। ভিডিওর শেষে ছেঁড়া বাঘকে নিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাইগার শোয়েবকে। 

শোয়েবের সেই বাঘ ছেঁড়ার ঘটনা এক্সে (টুইটার) পোস্ট করেন পাকিস্তানি সাংবাদিক ও ক্রিকেট ভক্ত ফরিদ খান। পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয়রা আমার বাংলাদেশি বন্ধু টাইগার শোয়েবকে হেনস্তা করেছে। তাঁর বাঘকে তারা ছিঁড়ে ফেলেছে। বিসিবির কী এই বিষয়ে আইসিসিতে যাওয়া উচিত না? কী জঘন্য আচরণ।’ 

শুধু ফরিদই নন, এ ঘটনা উঠে এসেছে ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও। ভিডিওকে ঘিরে ভারত-পাকিস্তানিদের মধ্যে কথার লড়াই হয়েছে। আছে মিশ্র প্রতিক্রিয়াও। বেশ কয়েকজন ভারতীয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন এই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে। কেউ কেউ দুঃখ প্রকাশ করে শোয়েবের পাশে থাকতে চেয়েছেন, বলেছেন এটি মোটেও ভারতীয় সংস্কৃতি নয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত